31 শে মে পর্যন্ত বাড়ানো হলো লকডাউন ।লকডাউন 4.0 ভারতের গৃহ মন্ত্রণালয় দ্বারা 31 শে মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা।
ক্যালকাটা টাইম :আজ লকডাউন 3 অন্তিম দিন ।গৃহ মন্ত্রণালয় দ্বাারা 4.0 লকডাউন ঘোষণা করল মহারাষ্ট্র এবং তামিলনাড়ু 31 এ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করে দেওয়া হয়েছে এর আগে পাঞ্জাব তেলেঙ্গানা এবং মিজোরামে লকডাউন বাড়ানোর ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই তেলেঙ্গানা সরকার 29 মে পর্যন্ত বাড়িয়েছে ।
কিকি বিধিনিষেধ থাকবে লকডাউন 4.0 লকডাউন 4.0 তে খেলাধুলার স্টেডিয়ামে খেলার অনুমতি দেওয়া হলেও দর্শকের অনুমতি দেওয়া হয়নি।
1) রাত সাতটা থেকে সকাল 7 টা পর্যন্ত সবকিছু বন্ধ থাকবে।। 2) 31 শে মে পর্যন্ত সামাজিক রাজনৈতিক ধর্মীয় কার্য এবং পুজো প্রাঙ্গণ বন্ধ থাকবে
3) গৃহ মন্ত্রণালয় অনুসারে হোটেল ,সিনেমা শপিং মল, জিম ,সুইমিং পুল ,রেস্তোরাঁ 31 শে মে পর্যন্ত বন্ধ থাকবে।