কিছুদিন আগেই ফ্রান্সের বিজ্ঞানীরা দাবি করেছিলেন, Covid-19-এর সংক্রমণ রুখে দিতে পারে নিকোটিন! শুধু তাই নয় এই ভাইরাসকে সম্পূর্ণ রূপে বিনষ্ট করার ক্ষমতাও রয়েছে এই উপাদানে। এ বার করোনার প্রতিষেধক তৈরি করে ফেলল বিশ্বের অন্যতম সিগারেট প্রস্তুতকারী সংস্থা ব্রিটিশ আমেরিকান টোবাকো। মনুষের শরীরে এই প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগের জন্যেও তৈরি তারা, এমনটাই দাবি ওই সংস্থার সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা।

শুক্রবার নামী এই সিগারেট প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে, এর আগের ক্লিনিক্যাল ট্রায়ালে আশানুরূপ ফল মিলেছে। এ বার অপেক্ষা মনুষের শরীরে এই প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল জেনে নেওয়ার। সংস্থা জানিয়েছে, আপাতত মনুষের শরীরে এই প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অর্থ সংগ্রহ করছেন তাঁরা।

আপনারা সবাই ঘরে থাকুন সুস্থ থাকুন লকডাউন কে কেউ অমান্য করবেন না

আপনারা আমাদের সাথে যোগাযোগে থাকতে পারেন ফেসবুকে ইনস্টাগ্রামে টুইটারে এবং ইউটিউব এ follow us on YouTube Instagram Twitter.                                                       STAY HOME STAY SAFE.                  FOR ADVERTISEMENT CALL 912335 9407.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here