ক্যালকাটা টাইম : করোনা ভাইরাস হয়তো কোনদিনই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে না সতর্কবার্তা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর
হু এর পরামর্শ করনা ভাইরাসের সাথে লড়াই করেই বাঁচতে হবে এবার থেকে ।করোনা কে এইচআইভির সাথে তুলনা করা হচ্ছে।করোনা হয়তো চিরকালের জন্য পৃথিবীতে থেকে যাবে এই অনুমান করা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর পক্ষ থেক। করোনাভাইরাস এর সাথে লড়াই করে বাঁচতে হবে হয়তো মানবজাতিকে।ক্যান্সার বা এইচআইভির মত করোনাভাইরাস থেকে যেতে পারে এবার থেকে মানুষের শরীরেএ ওয়াল্ড হেলথ অর্গানিজেশন র মতে এমনও হতে পারে করোনাভাইরাস আর বিদায় নেবে না পৃথিবী থেকে।
মাইক রান ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর জরুরী স্বাস্থ্য কর্মসূচির প্রধান জানান চিরকালের জন্য থেকে যেতে পারে করোনাভাইরাস।এখন সারা বিশ্ব, বা দেশের প্রয়োজন করোনা ভেকসিন তৈরীর জন্য প্রচেষ্টা করা যথাযথ প্রচেষ্টা করা ।কারণ প্রথম ধাপ থেকে এখন তৃতীয় ধাপ পর্যন্ত বহু মানুষ আক্রান্ত হয়েছে। বহু মানুষ সুস্থ হয়ে ফিরে এসেছি ঠিক ই কিন্তু তাদের সংখ্যা খুবই কম। চীনে একবার করো না চলে যাওয়ার পর আবারও চিনে ফিরে এসেছে মারণ করোনাভাইরাস। দিনে দিনে আরও ভয়ঙ্কর থেকে ভয়ংকার হচ্ছে এই ভাইরাস।
২০১৯ সালের ডিসেম্বর মাস। করোনা প্রথম থাবা বসায় চিনের ইউহান শহরে। সাড়ে পাঁচ মাস সময় পেরিয়ে গিয়েছে। অন্তত ৩ লক্ষ মানুষের প্রাণ নিয়েছে করোনা। আক্রান্ত ৪০ লক্ষের বেশি মানুষ। এই আবহে মাইকেল রায়ান বলছেন, “করোনা সম্পর্কে আমরা কেউ কিছুই জানতাম না। কাজেই এর প্রতিকারও হঠাৎ খুঁজে পাওয়া সম্ভব না ।”
লকডাউন মানুন, মাস্ক অবশ্যই ব্যবহার করুন ।কেউ ভয় পাবেন না, এই কঠিন পরিস্থিতিতে যা করো না যোদ্ধা তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করুন।
Follow us on YouTube like share and subscribe our channel,like our FB , Instagram and Twitter page.