জী নিউজ editor-in-chief বিশিষ্ট সাংবাদিক সুধীর চৌধুরী কে মেরে ফেলার হুমকি ,হত্যা করার হুমকি। জেহাদ নিয়ে কোন প্রোগ্রাম যাতে না করা হয় তার হুমকি। সত্যি সামনে আনতেই ফোন করে মেরে ফেলার হুমকি
সাংবাদিক সুধীর চৌধুরী কে হত্যা করার হুমকি ।সোমবার পাকিস্তান থেকে তার হোয়াটসঅ্যাপে কল করে উস্কানোর এবং মেরে ফেলার হুমকি। এবং বিভিন্ন ছবি পাঠানো হয়েছে তার মোবাইলে। এই ঘটনার পর তিনি পুলিশ প্রশাসনকে সমস্ত বিষয়টি জানায় এবং তার কথা অনুযায়ী দিল্লি পুলিশকে বিষয়টি তদন্তের জন্য নিয়েছে। যারা ফোন করেছিল তাদের কথা অনুযায়ী সুধীর চৌধুরী কে এইসবের জন্য মাশুল দিতে হবে। ফোন করা ব্যক্তির নিজেকে পাকিস্তানের খুফিয়া এজেন্সির সাথে যুক্ত বলে পরিচয় দিয়েছে এবং আইএসআইএস এর সাথে নিজেকে যুক্ত বলেছে ।
সুধীর চৌধুরীর মোবাইলে যে ফটো পাঠানো হয়েছিল তার মধ্যে কমান্ডার অভিনন্দন বর্ধমানের ফটো ছিল, এর সাথে লেখা ছিল ভারতীয়রা নিজের হিরোকে ভুলে গেলেন না তো ।এবং ভারতীয়দের বানানো ফ্রী বালুচিস্তান ফেসবুক পেজ এর জন্য অনেক খারাপ খারাপ কথা বলা হয়েছে তাকে। গত 11 ই মার্চ জি নিউজ একটি প্রোগ্রাম দেখানো হয়েছিল যেখানে জম্মু-কাশ্মীরের এবং সেই সমস্ত বিষয়ের উপর একটি খবর প্রকাশিত করা হয়েছিল , তার পরেই তার ফোনে ফোন আসে আর ধমকানো চেষ্টা করা হয়।
বিশিষ্ট সাংবাদিক সুধীর চৌধুরীর বক্তব্য অনুযায়ী জেহাদের রিপোর্টিং করা নিয়ে তাকে হুমকি দেয়া হচ্ছে ।যারা হুমকি দিচ্ছে তাদের মত এরকম খবর যেন প্রকাশিত আর না করা হয় সুধীর চৌধুরীকে তাকে এটিও বলা হয়েছে ।জেহাদী তথ্য ফাঁস করার বিষয়টিকে বন্ধ করতে হবে নাহলে গভীর পরি মাশুল দিতে হবে। সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তির বলেন যে কেরলে তার উপর যে এফআইআর টি করা হয়েছিল সে বিষয়ে সম্পূর্ণ জানেন তিনি ।
গত সোমবার ধমকির পর পাক জেহাদীরা থামেননি প্রতিদিনই প্রায় তাকে ফোন করে ভয় পাওয়ানোর চেষ্টা করছে । বিশিষ্ট পত্রকার শুধির চৌধুরীর কথায় আমি এরকম ধমকিতে ভয় পাই না । আমাকে যত আটকানোর চেষ্টা বা হুমকি দেওয়া দেয়া হোক আমি সত্যিটা মানুষের সামনে প্রকাশ করেই ছাড়বো ।