প্রথম ভারতীয় হিসেবে বিরল সম্মানে ভূষিত হলেন টেনিস প্লেয়ার সানিয়া মির্জা পুরষ্কারের পুরো টাকা দান করে দিলেন করনা মোকাবিলার জন্য শুধু সম্মানে ভূষিত যথেষ্ট নয় গোটা দেশবাসীর হৃদয় জিতলেন সুন্দরী খেলোয়ার

প্রথম ভারতীয় হিসেবে উপমহাদেশের প্রথম টেনিস তারকা হিসেবে ফেড কাপের হার্ড আওয়ার্ড জিতলেন সুন্দরী ভারতীয় টেনিস প্লেয়ার পুরস্কার তিনি দেশবাসী ও সমর্থকদের উৎসর্গ করেই ক্ষান্ত হন নি । তিনি পুরস্কার বাবদ প্রাপ্ত অর্থ করোনাভাইরাস মোকাবিলার জন্য দান করে দিলেন

দীর্ঘকালের অবসর কাটিয়ে কোর্টে ফেরার পর ফেড কাপে অনবদ্য অবদান রাখার জন্যই এই পুরস্কার পেলেন তিনি। ভোটের মাধ্যমেই মননীয় তারকাদের বেছে নেওয়া। হয় বিজয়ী কে ।এশিয়া নিয়ে গ্রুপে মোট ভোট পড়ে 16 হাজার 985 যার মধ্যে দশ হাজারেরও বেশি ভোট পেয়েছে সানিয়া মির্জা এবং তার পুরস্কার মূল্য দুই হাজার মার্কিন ডলার পাশাপাশি সানিয়া মির্জা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে এই অর্থ দান করার কথা ঘোষণা করেছেন

 

Follow us on YouTube like share and subscribe our channel followers on Instagram Facebook Twitter and Skype.    For advertisement contact 98233 59407

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here