পল্লবী ভাওয়াল : এখন চুল পেকে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণই নেই, ৩০ পেরোতে না পেরোতেই চুল পেকে যাচ্ছে মানুষের। তার পিছনে বেশ অনেক কারণই আছে, আবার অনেকের বেশ কিছু রোগের কারণে খুব তারাতারি চুলে পাক ধরে। তাই হেনার সাহায্য থেকে চুলে রং করার সাহায্য নিয়ে থাকে সবাই। তাই রাসায়নিক পদ্ধতি ব্যাবহার না করে একটু প্রাকৃতিক পদ্ধতি ব্যাবহার করে দেখুন পাকা চুল গজানো অনেক কমবে।

কালো জিরা : রান্নায় কালো জিরে ফোড়ন দেন অনেকেই , এই কালো জিরে যেমন স্বাস্থ্যের জন্য উপকারী, তেমনই চুলের যত্ন নেয়। ডায়াবেটিস, কোলেস্টেরলের মতো অনেকদিন রোগের ঝুঁকি কমায় কালো জিরে। অন্যদিকে কালো জিরে পাকা চুলকে পুনরায় কালো করে।

চুলে মেলানিন থাকে, যা চুলের কালো ভাবকে ধরে রাখতে সাহায্য করে। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই মেলানিনের পরিমাণ হ্রাস পেতে থাকে। এর জেরেই চুল সাদা হতে থাকে। কালো জিরে খুশকি দূর করে। চুলের গোড়া মজবুত করে। পাশাপাশি চুলে মেলানিনের সংখ্যা কমায় কালো জিরে।

কালো জিরের তেল : চুলের যত্নে কালো জিরের তেল ব্যবহার করা যেতে পারে। নারকেল তেলের সঙ্গে কালো জিরে ফুটিয়ে নিন। নয়তো নারকেল তেলে কালো জিরে ভিজিয়ে ৫ -১০ দিন রেখে দিন। সপ্তাহে দু-তিন বার চুলে মাখুন এই কালো জিরের তেল। ঘণ্টাখানেক রেখে শ্যাম্পু করে নিন। নিয়মিত এই কালো জিরের তেল ব্যবহার করলে পাকা চুলের সমস্যা সহজেই দূর হয়ে যাবে। এছাড়া এতে চুল পড়া কমবে। চুলের জেল্লা বেড়ে নতুন চুল গজাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 16 =