পল্লবী ভাওয়াল : আজ অর্থাৎ বুধবার – এর স্থগিত হওয়া ইজিসি নেট পরীক্ষার ফের নতুন তারিখ ঘোষণা করল এবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি, সূত্রের খবর মহাকুম্ভ, মকর সংক্রান্তি, পোঙ্গলের উৎসবের কারণে ১৫ ই জানুয়ারি, বুধবারের পরীক্ষা স্থগিত রাখে সংস্থা, এর পরিবর্তিত সূচি কদিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে। সেই মতো আজ বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ২১ ও ২৭ তারিখে বাকি পরীক্ষাগুলি হবে।

উল্লেখ্য, ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্বারা আয়োজিত ইউজিসি নেটের মাধ্যমে পিএইচডি শিক্ষার্থী, দেশের বিভিন্ন কলেজে সহকারি অধ্যাপক নিয়োগের পরীক্ষা হয়, বছরে দুবার আয়োজিত হয় এই পরীক্ষা, ২০২৪ ডিসেম্বরের নেট পরীক্ষা ৩ রা জানুয়ারি থেকে শুরু হয়েছে। যা চলবে ১৬ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত। তবে ১৫ তারিখ অর্থাৎ আজকের পরীক্ষা মকর সংক্রান্তির কারণে স্থগিত রাখা হয়, এদিনই ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে এনটিএ জানায়, বুধবারের পরীক্ষাগুলি দুভাগে ২১ ও ২৭ তারিখে নেওয়া হবে।

প্রসঙ্গত, ২১ তারিখ সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা হবে। ওই দিন ইন্ডিয়ান নলেজ সিস্টেম, মালায়লাম, উর্দু, লেবার ওয়েলাফেয়ার, পারসোনাল ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, ক্রিমিনোলজি, উপজাতীয় ও আঞ্চলিক ভাষা/সাহিত্য, লোকসাহিত্য, কোঙ্কনি, এনভায়রনমেন্টাল সায়েন্সে বিষয়ের পরীক্ষা হবে। পরের দিন অর্থাৎ ২৭ তারিখ সংস্কৃত, গণজ্ঞাপণ ও সাংবাদিকতা, জাপানিজ, পারফর্মিং আর্ট- নাচ/নাটক/থিয়েটার, ইলেকট্রনিক সায়েন্স, ওম্যান স্টাডিজ, আইন ও নেপালি পরীক্ষা হবে। এই পরীক্ষাগুলি দুপুর ৩টে থেকে ৬টা পর্যন্ত হবে বলে জানিয়েছে এনটিএ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 5 =