পল্লবী ভাওয়াল : শীতের ডাক পড়েছে বঙ্গে, তাই নিজের ত্বকের রুক্ষ ও শুষ্কতা দূর করার জন্য শুধু ক্রিম ময়শ্চারাইজার ব্যবহার করলেই হবে না, কয়েকটি ঘরোয়া উপকরণ ত্বকে ব্যবহার করুন, এতে ভাল থাকবে আপনার ত্বক।
নারকেল : এই শীতে নারকেল তেল ত্বকের জন্য সবথেকে উপকারী, নারকেল তেল ত্বককে শুষ্কতা থেকে আটকায়। ত্বকের রুক্ষভাব দূর করার পাশাপাশি নারকেল তেল ত্বকের বিভিন্ন র্যাশ, অ্যালার্জিও দূর করে, এর পাশাপাশি ত্বকের জেল্লা বজায় রাখতেও এই উপকরণ খুব ভালো।
দুধের সর : শীতকালে ত্বকে স্ক্রাব করতে দুধের সরের সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করুন, এই মিশ্রণ সহজে ত্বকের মরা কোষ ঝরিয়ে ত্বকের জেল্লা ফেরাবে। এছাড়াও দূর করবে অন্যান্য কালচে দাগছোপ। ত্বকে ব্রন বা র্যাশের কোনও দাগ থাকলেও তাও দূর হবে দুধের সর এবং মধুর মিশ্রণের সাহায্যে, এছাড়াও দুধের সর এবং মধুর মিশিয়ে হাল্কা করে ত্বকে ম্যাসাজ করলে ভালভাবে রক্ত সঞ্চালন হয়।
গোলাপ জল : শীতের মরশুমে ত্বকের রুক্ষভাব দূর করার জন্য গ্লিসারিনের মধ্যে গোলাপ জল মিশিয়ে ব্যবহার করতে পারেন, এটি টোনারের কাজ করবে, ত্বকে হাইড্রেটেড রাখবে এই টোনার।
রাতে ঘুমোতে যাওয়ার আগে এটি ভালভাবে তুলোয় করে সারা মুখে লাগিয়ে নিন, চাইলে গলার অংশে এবং হাতে,পায়েও ব্যবহার করতে পারেন। শীতের রুক্ষতায় গ্লিসারিন এবং গোলাপ জল ব্যবহার করলে ত্বক আরো ভাল হবে।