CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 80?

পল্লবী ভাওয়াল : গরম ভাতের সাথে ঘি খেলে আর যেন অন্য কোনো খাবার স্বাদেই লাগেই না, তবে শীতকাল আসতে চলেছে তাই যতদিন যাচ্ছে মুখ শুষ্ক আর রুক্ষ হয়ে যাচ্ছে। তাই প্রতিদিন একটু কাজের ফাঁকে নিজের দিকেও খেয়াল রাখা জরুরি। রইল সেই টিপসই –

1) রোজ ১ চা চামচ ঘি, কফি, বেসন, হলুদ আর চিনি মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন, কিছুক্ষণ রাখার পরই উষ্ণজলে মুখ ধুয়ে নিন। দেখবেন পাঁচ মিনিটেই ফিরবে ত্বকের জেল্লা।

2) ঘুম থেকে উঠে অল্প একটু ঘি মেখে নিন মুখে, তারপর কিছুটা সময় রেখে একটা ভেজা কাপড়ে মুখ মুছে নিন, দেখবেন সারাদিন ত্বকে একটা জেল্লা বজায় থাকবে।

3) ঘিয়ের সঙ্গে একটু জাফরান মিশিয়ে নিন। তার পর পনেরো মিনিট মাসাজ করুন। দেখবেন চটজলদি সারা মুখে জেল্লা ফিরে আসবে।

4) ঘি – এর মধ্যে কমলালেবুর খোসা দিয়ে অল্প করে ফুটিয়ে নিন। ঠান্ডা করে সেটা ত্বকে মেখে নিন। কিছুক্ষণ রেখে উষ্ণজলে ধুয়ে ফেলুন। দেখবেন সারাদিন তরতাজা লাগবে।

5) একটি পাত্রে দুই চামচ ঘি নিয়ে হালকা করে ঘি গরম করে নিন। রাতে শোয়ার আগে, সেই ঘি ঠান্ডা হয়ে গেলে ভালো করে মুখে মেখে নিন। ৫ মিনিট মতো মাসাজ করুন। তার পর উষ্ণ জলে মুখ ধুয়ে, ময়েশ্চারাইজার মেখে নিন।

6) ঘিয়ের মধ্যে কমলালেবুর খোসা দিয়ে অল্প করে ফুটিয়ে নিন। ঠান্ডা করে সেটা ত্বকে মেখে নিন। কিছুক্ষণ রেখে উষ্ণজলে ধুয়ে ফেলুন। দেখবেন সারাদিন তরতাজা লাগবে।

এই কয়েকটি জিনিস করে দেখুন আপনার ত্বক ভালো থাকবেই। তবে, যাদের মুখে এলার্জি এড়িয়ে চলতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + seven =