পল্লবী ভাওয়াল : শ্রাবণ মাস হল শিব ঠাকুরের প্রিয় মাস, এই মাসে কয়েকটি বিধি আচার মেনে চললে মহাদেবের কৃপায় আপনার জীবনে কোনরকম দুঃখ নাকি থাকে না। এই মাস বিশেষ করে মেয়েদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় শিবের আরাধনা করলে এবং শিবলিঙ্গে জল ঢাললে মহাদেবের আশীর্বাদ এবং ভালোবাসা পাওয়া যায়।

জেনে নিন এই শ্রাবণ মাসে কোন কোন কাজ করলে মহাদেবের আশীর্বাদ আপনি পাবেনই –

১) বেলপাতা নিবেদন –

শিবপুজোয় বেলপাতা গুরুত্বপূর্ন একটি জিনিস, শ্রাবণ মাসে মহাদেবকে প্রতিদিন বেলপাতা নিবেদন করুন। এই বেলপাতায় ওম নমহঃ শিবায় লিখে দিন। এর ফলে মহাদেবের আশীর্বাদ আপনার কাছে আসবে, বাবার কৃপায় আপনার মনের সব ইচ্ছে এই সময় পূরণ হবে। বেলপাতা মহাদেবের খুবই প্রিয়। বেলপাতা ছাড়া মহাদেবের পুজো পূর্ণ হয় না।

২) চালিশা পাঠ –

ভোলেবাবার আশীর্বাদ পেতে শ্রাবণ মাসে শিবের পুজো করুন এবং শিব চালিশা পাঠ করুন। পুজোর পর অব্যশই আরতি করবেন। শ্রাবণ মাস শিব চালিশা পাঠ করলে আপনার পুজোর যাবতীয় ভুলত্রুটি ক্ষমা করে দেন স্বয়ং মহাদেব।

৩) মহাদেবের জলাভিষেক –

শাস্ত্র মতে, শ্রাবণ মাসে রোজ গঙ্গাজল অথবা বিশুদ্ধ জল দিয়ে মহাদেবের জলাভিষেক করুন। শিবলিঙ্গে জল ঢালার সময় ওম নমহঃ শিবায় মন্ত্র জপ করুন। এর ফলে শিবের কৃপায় আপনার জীবনের সব দুঃখ ঘুচে যাবে এবং আনন্দের সঙ্গে জীবন কাটাতে পারবেন আপনি।

সোমবার উপবাস –

মহাদেবের আশীর্বাদ লাভ করার অন্য একটি উপায় হল শ্রাবণ নাসে প্রতি সোমবার উপবাস রাখা। শ্রাবণ সোমবারগুলিতে উপবাস রাখলে আপনার মনের সব ইচ্ছে পূরণ হবে। শ্রাবণে যাঁরা উপবাস রাখেন, তাঁদের কোনও দুঃখ ছুঁতে পারে না। শ্রাবণ সোমবারে উপবাস রেখে শিব ও পার্বতীর পুজো করুন। এর ফলে অখণ্ড সৌভাগ্য লাভ করবেন আপনি। দাম্পত্য জীবন সুখের হবে এবং বিয়ের পথ বাধা থাকলে তাও কেটে যাবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 4 =