
Calcutta time : ইতিমধ্যে লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে, সব জায়গায় যেমন প্রচার চলছে তুঙ্গে ঠিক তেমনি সমীক্ষা করা হচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে। রাজ্যের বাসিন্দাদের ভাবনার আঁচ পেতে সমীক্ষা চালিয়েছিল এনডিটিভি। তাদের সমীক্ষা মতে, বিজেপি এগিয়ে আছে।
কারণ গত ২০১৯ সালে তৃনমূল যেখানে ছিল ২২ টি, ২০২৪ সালের অনুমান অনুযায়ী তৃনমূল দল রয়েছে ১০ টিতে। একেবারেই কম, আর কংগ্রেস দুটো পাবে শূন্যই থাকবে বামেরা।
এদিকে বিজেপি ২০১৯ সালে ছিল ১৮ টি, ২০২৪ সালের অনুমান অনুযায়ী ৩১ টি রয়েছে। কার্যত বিজেপি এগিয়ে এটা ধরাই হচ্ছে এনডিটিভির সমীক্ষা অনুযায়ী।
উল্লেখ্য, দল হিসেবে বিজেপি এবং কংগ্রেস কত আসন পেতে পারে তা নিয়ে চিন্তায় রয়েছে অনেকে। তারও আভাস পাওয়ার চেষ্টা করেছেন সমীক্ষকরা। এনডিটিভির সমীক্ষা অনুযায়ী, এবারের লোকসভা ভোটে বিজেপি একাই পেতে পারে অধিকাংশ আসন। অর্থাৎ ২০১৯-এর লোকসভা ভোটের তুলনায় ১০ গুণ বেশি।