পল্লবী ভাওয়াল : ত্বকের যত্নের জন্য এই গরমে প্রত্যেকেই চিন্তায় আছে, তাই আর চিন্তা না করে সমস্যা সমাধানের জন্য আজই করে ফেলুন এই ঘরোয়া উপায়গুলি। প্রোডাক্টস কিনে না এনে বাড়িতেই বেসনের সাথে এই উপাদানগুলি মিশিয়ে নিন –
এই বেসন ত্বককে ব্রণ ব্রেকআউটকে প্রতিরোধ করে, এছাড়াও স্কীন টোনের সমস্যা কমায়। নিয়মিত ত্বকে বেসন দিলে নোংরা ময়লাও দুর করে।
বেসনের সাথে কি কি মেশাবেন ?
১) হলুদ : হলুদের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, প্রতিদিন বেসনের সাথে হলুদ মিশিয়ে মাখুন ব্রণ লালচে ভাব কমে যাবে।
২) গোলাপ জল : এক ফোঁটা গোলাপ জলের মধ্যে হাইড্রেটিং উপাদান আছে, এটি ত্বককে পরিষ্কার করতে এবং ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। বেসনের সঙ্গে গোলাপ জল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন।
৩) লেবুর রস : এক চা চামচ লেবুর রসের মধ্যে সাইট্রিক অ্যাসিড রয়েছে, যা ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে এবং দাগছোপ দূর করে দেয়। ব্রণ-প্রবণ ত্বকের সাথে বেসন ও লেবুর রসের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।
৪) টক দই : টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড রয়েছে, যা ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে। এটি ত্বকের টেক্সচার উন্নত করার পাশাপাশি কোলাজেন উৎপাদনেও সাহায্য করে। বেসনের সঙ্গে টক দই মিশিয়ে বানিয়ে ফেলুন হাইড্রেটিং ফেস মাস্ক।
৫) অ্যালোভেরা জেল – এই জেলের ময়েশ্চারাইজিং ও হিলিং উপাদানের জন্য নাম করা, বেসনের সাথে অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে মাখলে লালচে ভাব কমে।