বাড়ির আশেপাশে এই পাঁচটি গাছ থাকলেই বাড়িতে সাপ ঢুকে কি কি গাছ সেগুলো জেনে নিন, সুন্দর গন্ধ আমরা কেনা ভালবাসি প্রত্যেকেই আমরা সুগন্ধি ভালোবাসি
আমরা সকলেই সুগন্ধি গাছ ভালোবাসি অনেকের বাড়িতে সুগন্ধি গাছ লাগানোর জন্য বাড়ির ছাদে বা বাড়ির আশেপাশে লাগিয়ে থাকেন টবে, কিন্তু এই সুগন্ধি গাছে আপনার জীবন কেড়ে নিতে পারে এই সুগন্ধি গাছের আকৃষ্ট হয়ে ঢুকতে পারে বাড়িতে সাপ,
বন্ধু বিভিন্ন বিষধর সাপেদের আকৃষ্ট করে ফলে এই সুগন্ধি গাছগুলোর আশেপাশে হয়ে ওঠে সাপেদের আস্তানা, কোন কোন গাছগুলো সাপেদের আকৃষ্ট করে চলুন দেখে নেওয়া যাক পাইন গাছ ঠান্ডা থাকে ও ছাওাও দেয় এর গোড়াতে সাপেদের বসবাস তাই বাড়ির আশেপাশে পাইন গাছ থাকলে সতর্ক থাকুন।
জুই গাছ হলো সুগন্ধি গাছ,
এরপর চন্দন গাছ সাপেদের প্রধান বাছস্থান এই গাছের গুড়ি ফাঁপা ও ঠান্ডা থাকে বলে সাপেদের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, অনেকেই ঘুরতে গেলে চন্দন গাছ নিয়ে আসেন বাড়িতে রাখার জন্য সাবধানে থাকবেন।।
অনেকেই বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য বাড়িতে সাইপ্রাস ক্লোভার জাতীয় গাছ লাগিয়ে থাকেন এই গাছগুলি ঘন হয় জঙ্গল টাইপের হয় সেই কারণে সাপেদের বসবাসের সুবিধা হয়।
লেবু গাছে সারটার্লাস জাতীয় পোকামাকড় ইঁদুরের বাসস্থান বলে মনে করা হয়। কীটপতঙ্গ খেতে সাপেরা লেবু গাছে আশ্রয় নিতে পছন্দ করে তাই আপনার বাড়িতে যদি লেবু গাছ থাকে তাহলে সতর্ক থাকুন।