পল্লবী ভাওয়াল  :  এই গরমে প্রতিনিয়ত সবাইকে বেরোতে হচ্ছে নিজের কাজে। তবে বাইরে বেরিয়ে খুব বেশি মানুষই আছে যাদের ত্বকে ট্যান পরে। আর এই ট্যান সহজে দুর করতে বাইরের কোনো উপাদান না ব্যাবহার করে ঘরের উপাদানই ব্যাবহার করা সবথেকে ভালো। যেমন ডাবের জল, দেখুন এর ব্যাবহার –

১) ত্বরের আদ্রতা বজায়  –

নিজের ত্বকের আদ্রতা বজার রাখতে ডাবের জলের ব্যাবহার খুব ভালো, এতে থাকা সিটকিনিনস হরমোনের ব্যালান্স বজায় রাখে।

২) বলিরেখা দূর করে –

প্রত্যেকের একটা বয়সের পর মুখের বলিরেখা সমস্যার কারণ হয়, মুখের চামড়া টানটান থাকে যদি ডায়েটে একটি ডাব রাখা যায়। পাশাপাশি অল্প ডাবের জল মুখে মেখেও নিতে পারেন।

৩) ত্বকের নমনীয়তা বজায় রাখে –

ত্বকের নমনীয়তা বজার রাখতে সাহায্য করে ডাবের জল।

৪) ব্রণর সমস্যা কমায় –

যাদের মুখে অ্যাকনে কিংবা ব্রণর সমস্যা রয়েছে, তাঁদের সমস্যা মিটে যাবে এই ডাবের জলেই। মুখে ব্যকটেরিয়া বেড়ে ওঠা বন্ধ হয়।

৫)  কালো ছোপ কমায় –

মুখের কালো দাগ, স্পষ্ট কমিয়ে দেয়। ত্বকের হারানো জেল্লা ফিরে আসে। যার ফলে অনেক বেশি স্কিন টোন ভালো হতে দেখা যায়।

৬) চোখের তলায় কালি মোছে –

ক্লান্তির কারণে, চিন্তার কারণে অনেক ক্ষেত্রেই চোখের তলায় কালো দাগ পড়তে দেখা যায়। যা নিয়ে সমস্যা হয়। চোখের তলার কালি কমে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here