{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

Calcutta time  : গতকাল অর্থাৎ শুক্রবার নৈহাটির সিং দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এদিন তার এবং লোকসভা ভোটের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের হাত ধরে একাধিক তৃণমূল কর্মীরা যোগদান করলেন

এদিন অর্জুন ও শুভেন্দু অধিকারীর হাত ধরে যোগদান করলেন তৃণমূল সভাপতি রানা দাশগুপ্ত এবং জগদ্দল বিধানসভা কেন্দ্রে তৃণমূলের সহ-সভাপতি শ্যামলতলা পত্র এছাড়াও বীজপুর, আমডাঙা ও জগদ্দল থেকে বেশ কয়েকজন তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিলেন।

প্রসঙ্গত এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন পার্থ ভৌমিককে নিশানাও করেন, তিনি বলেন ‘একুশ সালের ভোটের পরে সব থেকে বেশি কু-কাজ করেছে পার্থ ভৌমিক, তার বিরুদ্ধে হাইকোর্ট পর্যন্ত হয়েছে’ এছাড়াও জ্যোতিপ্রিয় মল্লিক, শেখ শাহজাহানের মত তাকেও যেন নির্বাচনের আগে আটক করা হয় সেই দাবি রাখবেন তিনি নির্বাচন কমিশনের কাছে এমনটাই জানান এদিন শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য, এদিন রাজ্যর বিরোধী নেতা মুখ্যমন্ত্রীকে তোপ দিয়ে বলেন, বৃহষ্পতিবার মূখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে যেভাষায় সম্বোধন করেছেন সেটা বাংলা ও বাঙালির কাছে লজ্জাজনক ‘

এদিন এই সভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা ভোটের প্রার্থী অর্জুন সিং এবং ফাল্গুনী পাত্র থেকে মনোজ, এদিন রানা দাশগুপ্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ‘আপনারা জানেন আমি বরাবরই তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলাম খারাপ কাজের বিরুদ্ধে সেখানে সোচ্চারও হয়েছি এবং পরে অনেক কিছুই দেখতে পেলাম। আমি দল থেকে সরে গেলাম, আমার পার্থবাবুর সাথে এই লড়াই চলবে ‘।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × five =