Calcutta time : কি হবে লোকসভার ভোটে ? উত্তরবঙ্গের ফলাফল কেমন হতে পারে? ইন্ডিয়া টিভি-সিএনএক্সের সমীক্ষা অনুযায়ী, উত্তরবঙ্গের আটটি আসনের মধ্যে মোট ছয়টি আসনে জিততে পারে বিজেপি। দুটি আসন যেতে পারে তৃণমূলের ঝুলিতে। কংগ্রেস কোনও আসনে জিতবে না বলে ওই সমীক্ষায় দেখানো হয়েছে। ২০১৯ সালের উত্তরবঙ্গের একটি আসনেও জেতেনি তৃণমূল। সাতটি আসনে জিতেছিল বিজেপি। একটি আসনে (মালদা দক্ষিণ) জিতেছিল কংগ্রেস।

উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব পশ্চিমবঙ্গে কেমন ফলাফল হতে পারে? ওই সমীক্ষা অনুযায়ী ১২টি আসনের মধ্যে নাকি সাতটি আসনে জিততে পারে তৃণমূল। চারটি আসনে জিততে পারে বিজেপি। কংগ্রেসের ঝুলিতে একটি আসন যেতে পারে। কৃষ্ণনগর থেকে হারতে পারেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। জিততে পারেন বিজেপি প্রার্থী।

এছাড়াও ওই সমীক্ষা অনুযায়ী, বসিরহাট আসন থেকে হারতে পারেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। বসিরহাট আসনে ঘাসফুল ফুটতে পারে। ইউসুফ পাঠানকে হারিয়ে বহরমপুর আসনে বাজিমাত করতে পারেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। একমাত্র সেই আসন থেকেই এবারের লোকসভা নির্বাচনে জিততে পারে কংগ্রেস।

তমলুক থেকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিততে পারেন। হেরে যেতে পারেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। আর কাঁথি থেকে জিততে পারেন শিশির অধিকারীর ছেলে তথা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দুর ভাই সৌম্যেন্দু।

প্রসঙ্গত ওই সমীক্ষা অনুযায়ী, হুগলি লোকসভা আসন থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। হেরে যেতে পারেন তৃণমূল প্রার্থী তথা ‘দিদি নম্বর ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, মেদিনীপুর থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। হেরে যেতে পারেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। বর্ধমান-দুর্গাপুর থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আসানসোল থেকে হারতে পারেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। যদিও সেই আসনে এখনও প্রার্থী দেয়নি বিজেপি।

সব মিলিয়ে, ইন্ডিয়া টিভি-সিএনএক্সের সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে এবার লোকসভা নির্বাচনে ২২টি আসনে জিততে পারে বিজেপি। ১৯টি আসনে জিততে পারে তৃণমূল। একটি আসনে জিততে পারে কংগ্রেস। ২০১৯ সালে ২২টি আসনে জিতেছিল তৃণমূল।

তবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের ফলাফলের বিষয়ে ওই সমীক্ষায় নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + ten =