পল্লবী ভাওয়াল : এখনই এই গরম, তার মধ্যে আপনাদের ত্বকে যত্ন নেওয়ার পরিবর্তে ট্যান পরে যাচ্ছে। গ্রীষ্মের এই শুরুতে হাতে পায়ে একেবারে সমানে ট্যান পড়ে যাচ্ছে অনেকেরই। তাই ঘরোয়া কিছু টিপস জেনে নিন এই উপায়ে অনেকটা আপনার ট্যান কমাতে পারবেন।

১) শসা  : ট্যানের হাত, পা ও আঙ্গুলে শসার টুকরো দিয়ে ভালোভাবে ঘষুন। নিয়মিত ব্যবহার করলে ত্বকের রঙ স্বাভাবিক হয়ে আসে। ঠান্ডা ও অ্যান্টিপিগমেন্টেশন রয়েছে।

২) টমেটো  : ট্যান পড়া টকের জন্য খুব ভালো কাজ করে টমেটো। এটি শুধু ট্যান কমাতেই সাহায্য করে না বরং ত্বকের জন্য খুব ভালো জিনিস হিসাবে কাজ করে।

৩) কফির স্ক্রাব : একটি জায়গায় মধ্যে কফি পাউডার ও অল্প চিনি মিশিয়ে নিন। এরপর তাতে লেবুর রস, গোলাপ জল ও আলুর রস যোগ করে ভালো করে মিশিয়ে নিন। স্ক্রাবটি হাত, পা ও আঙ্গুলে ভাল করে লাগিয়ে স্বাভাবিক জল দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি লাগাবার বেশ কয়েকদিন পরই পার্থক্য বুঝতে পারবেন।

৪) লেবু : লেবু ত্বকের যেকোনো সমস্যার জন্য উপকারী। ত্বকের উপর পোড়া দাগ নির্মূল করতে লেবু খুব ভালো। হাতের উপর থেকে ট্যান দূর করতে প্রচুর পরিমাণে লেবুর রস লাগান। কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন। ত্বকের উপর কালো দাগ হঠিয়ে ফর্সাভাব তৈরি করতে, ত্বকের টেক্সচার উন্নত করতে সাহায্য করে।

৫) দই ও মধুর প্যাক : দই আর মধু, হলুদ দিয়ে একটি প্যাক তৈরি করুন। প্যাকটি ভালো ভাবে ব্যাবহার করুন ও শুকানোর পর ধুয়ে ফেলুন। মধু একটি অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ট্যান এজেন্ট, অন্যদিকে দই ত্বককে নরম তুল তুলে করতেও সাহায্য করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × three =