পল্লবী ভাওয়াল : আমাদের রূপচর্চার জন্য সবথেকে বেশি দরকার গোলাপ জলের। আর তার চাহিদাও রয়েছে অনেক আগে থেকে।

অনেক সময়, গোলাপ জল ব্যবহার হয় টোনার হিসেবে। এটি ত্বকে জমে থাকা ব্যাকটেরিয়া পরিষ্কার করে দেয়। পাশাপাশি রোমকূপের মুখ পরিষ্কার করে দেয়। কিন্তু গোলাপ জলের গুণাগুণ এখানে বন্ধ নেই।

উল্লেখ্য, তৈলাক্ত হোক বা শুষ্ক যেকোন ধরনের ত্বকের উপর গোলাপ জল ব্যবহার করা যায়। তাই গোলাপ জল ব্যবহারের এই ৫ উপায় জেনে রাখা খুব দরকার।

১) গোলাপ জলের মধ্যে ময়েশ্চারাইজিং ও সুদিং উপাদান রয়েছে। ব্রণ হোক বা র‍্যাশ, ত্বকের উপর লালচে ভাব ও জ্বালাভাব কমাতে গোলাপ জল ব্যভার করতে পারেন। গোলাপ জল ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে।

২) গোলাপ জলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে, যা ত্বকে পুষ্টি জোগায়। এটি ত্বকের উপর হাজারো উপকারিতা এনে দেয়।

৩) এছাড়া অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে গোলাপ জলের মধ্যে। তাই গোলাপ জল মুখে মাখলে ত্বকের স্বাস্থ্য ভাল থাকে।

৪) স্নানের সময় জলে গোলাপ জল মিশিয়ে নিন। গোলাপ জল দিয়ে স্নান করলে মানসিক চাপ কমবে। এছাড়া ত্বকও একজিমা, চুলকানি, র‍্যাশের হাত থেকে সুরক্ষিত থাকবে।

৫) স্নানের সময় গোলাপ জলের বদলে গোলাপের পাপড়িও ব্যবহার করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here