Calcutta time :  এবার প্রতীক্ষার অবসান হল অবশেষে, ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। সাতটি বিষয়ের উপর পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে। প্রতিবছরের মতো এ বছরও এই মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে ছিল একপ্রকার যেন রোলার কোস্টার রাইড

এদিকে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন, তাও শেষ হয়েছে পরীক্ষা। ইতোমধ্যে শোনা যাচ্ছে, এবারের মাধ্যমিক পরীক্ষায় সবাইকে নাকি পাশ করে দেওয়া হবে।

উল্লেখ্য, প্রশ্ন উঠছে সত্যিই কি তাই? কয়েক মাসের মধ্যেই লোকসভা ভোট হওয়ার কথা রয়েছে, এদিকে লোকসভা ভোটের  কথা মাথায় রেখে কি রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়া হবে? উঠছে প্রশ্ন। এটা সকলেই জানেন যে ১০০ এর মধ্যে যদি কেউ ৩০ নম্বর পায় তাহলে সেই পরীক্ষার্থী পাশ। তবে অনেক সময় দেখা যায় যে এই ৩০ নম্বর তুলতে গিয়েও বহু পরীক্ষার্থীর অবস্থা খারাপ হয়ে যায়। তাহলে কি তাদেরও পাশ করিয়ে দেওয়া হবে ?

প্রসঙ্গত, যে সকল মাধ্যমিক পরীক্ষার্থী স্কুল প্রোজেক্ট জমা করেনি তাঁদের যদি স্কুলের তরফ থেকে কোনও নম্বর না দেওয়া হয় তাহলে তাঁরা পাশ করতে পারবে না। কিন্তু যে সকল পরীক্ষার্থী প্রত্যেকটি স্কুল প্রোজেক্ট জমা দিয়েছে এবং সকল পরীক্ষাতেও বসেছে।

আমরা সকলই জানি, মাধ্যমিকের প্রোজেক্টে ১০ নম্বর থাকে। এবার যদি কোনো মাধ্যমিক শিক্ষার্থী লিখিত পরীক্ষায় মাত্র ১২, ১৩ অথবা ১৪ পায়, সেক্ষেত্রে তাঁকে গ্রেস নম্বর দিয়ে তা ১৫ করে প্রোজেক্ট এবং লিখিত পরীক্ষা মিলিয়ে ২৫ নম্বর করে পাশ করিয়ে দেওয়া হতে পারে। তবে এটা কিন্তু কোনও সরকারি নিয়ম নয়। এটা পুরোটাই শিক্ষক-শিক্ষিকার খাতা দেখার ওপর নির্ভর করে। তাঁরা চাইলে কোনো ছাত্রছাত্রীকে গ্রেস নম্বর দিয়ে পাশ করাতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here