Calcutta time : আর ১ দিন পরেই মাধ্যমিক পরীক্ষা (2024) ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা,  আর এই পরীক্ষা ভালভাবে পরিচালনা করা হল মধ্যশিক্ষা পর্ষদের কর্তব্য, প্রশাসনের তরফে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যে, তেমনি এবার  পরীক্ষার্থীদের মেনে চলতে হবে আরও কিছু নিয়মকানুন। যার মধ্যে অন্যতম, বেশ কিছু সামগ্রী নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।

পরীক্ষাকেন্দ্রে বাতিলের তালিকায় এ বছর রয়েছে জলের বোতল থেকে ওয়ালেট, মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রকাশিত স্ট‌্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) অনুযায়ী, বই, নোটসের মতো কোনও রকম পড়াশোনার সামগ্রী, ফাইল ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি, পেন ড্রাইভ লগ টেবিল বৈদ্যুতিন পেন/স্ক্যানার, কার্ডবোর্ড, জলের বোতল, মোবাইল ফোন, ব্লুটুথ যন্ত্র, কিন্ডেল রিডার, ইয়ারফোন/বাডস, ট্যাব, পেজার্স, হেল্থ ব্যান্ড, ক্যামেরা, ওয়ালেট ইত্যাদি সামগ্রী নিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ

সূত্রের খবর, পড়ুয়ারা যেহেতু জলের বোতল নিয়ে ঢুকতে পারবে না তাই পরীক্ষাকেন্দ্রের প্রতিটি রুমে পানীয় জলের ব্যবস্থা রাখবে স্কুল

আগামী ২ রা ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক, সকাল ৯টা ৪৫ থেকে শুরু চলবে দুপুর ১টা পর্যন্ত, পরীক্ষার্থী প্রায় ৯ লক্ষ ২৩ হাজার। সকাল সাড়ে আটটা থেকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে। সকাল ৯টা ৪৫-এ পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিতরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here