নতুন বছর ২০২৪ কি কি জিনিস আপনার প্রিয়জন বা কাছের মানুষকে দেবেন না! দেখে নিন …
প্রিয়জন বা কাছের মানুষকে সকলেই উপহার বা গিফট দেয় আর গিফট কার ই না ভালো লাগে বলুন তো, কিন্তু ২০২৪ এ এমন কিছু উপহার আছে যেগুলো প্রিয়জনকে দেওয়া উচিত না তাহলেই সম্পর্ক হবে তিক্ত, আজ্ঞে হ্যাঁ, জ্যোতিষ শাস্ত্র বাস্তুশাস্ত্র মতে এমন কিছু জিনিস আছে যেগুলো প্রিয়জনকে ২০২৪ সালে উপহার হিসেবে দেবেন না। সেগুলো কি একটু দেখে নিন
ঘড়ি, রুমাল – আপনার প্রিয়জনকে কখনোই রুমাল বা ঘড়ি দেওয়া উচিত নয় এতে সম্পর্কে ভুল বোঝাবুঝির সম্ভাবনা বেড়ে যায় এমনই বলছে বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র,
জুতো-কখনো প্রিয়জন বা কাছের মানুষকে জুতো চপ্পল উপহার হিসেবে দেবেন না, বলা হয়ে থাকে এগুলো দিলে সম্পর্কে দরিদ্রতা আসে
তীক্ষ্ণ সরঞ্জাম – আপনার প্রিয়জনকে বা প্রিয় মানুষকে কখনোই তীক্ষ্ণ জিনিস বা কানের দুল, চাকু, ছুরি, নাকছাবি যেগুলো তীক্ষ্ণ জিনিস সেগুলো দিতে নেই এতে সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি করে
পার্স বা মানিব্যাগ – অর্থ রাখার জন্য সকলেই মানিব্যাগ মেরা পার্স ব্যবহার করে থাকেন কিন্তু এই বছর ছেলেদের মানিব্যাগ মেয়েদের পার্স কিনে দেবেন না গিফট করবেন না এর কারণে কিন্তু লক্ষ্মী আপনাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন সম্পর্কের মাঝে আসতে পারে ঝামেলা অশান্তি
মানিপ্লান্ট গাছ – মানিপ্লান্ট গাছ আজ কাল সকলের বাড়িতে থাকে সাজানোর হিসেবে বা অনেকে বাস্তুশাস্ত্র মেনে বাড়িতে রাখেন কিন্তু মানিপ্লান্ট গাছ উপহার বা গিফট হিসেবে দিতে নেই। প্রিয় জন বা কাছের মানুষকে মানে প্রেম দিলে সম্পর্কে আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারেন