প্রীতি কর্মকার : আপনি কি নিয়মিত ব্যাথা বেদনায় ভুগছেন ? হাতের কাছে পেইন কিলার পেলেই খেয়ে নিচ্ছেন যন্ত্রণা থেকে মুক্তি পেতে ? খুব বড়ো ভুল করছেন। এভাবে দিন দিন মুঠো মুঠো পেইন কিলার খেয়ে সাময়িক শান্তি পেতে নিজের কত বড়ো ক্ষতি করে ফেলছেন তা আপনি বুঝতেও পারছেন না।
জানুন নিয়মিত পেইন কিলার খেলে কি কি ক্ষতি হতে পারে শরীরের –
১) গবেষকদের মতে , নিয়মিত পেইন কিলার খেলে কিডনি , হার্ট ও লিভার সহ শরীরের অনেকাংশে ক্ষতি হতে পারে ।
গবেষণা করে জানা গেছে, ৩-৪ মাস ১ গ্রাম প্যারাসিটামল প্রতিদিন খেলে ঘোরতর ক্ষতি হতে পারে লিভার ও কিডনির। লিভারের ক্ষত , গ্যাস্ট্রিক আলসার এর মত সমস্যা ডেকে আনে এই অভ্যাস। এছাড়া ধীরে ধীরে নানারকম পেইন কিলার খেলে কিডনি বিকল হয়ে যেতে পারে।
২) নিয়মিত পেইন কিলার খেলে সবচেয়ে বেশি প্রভাব পড়ে লিভারের উপর। লিভারে উৎপাদিত উৎসেচক বিলিরুবিনের পরিমাণ বাড়িয়ে দেয় এই অভ্যাস , যা শরীরের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনে।
৩) অ্যাসপিরিন , আইবুপ্রোফেন এবং নেপ্রোক্সেন এর মত পেইন কিলার রক্তকে জমাট বাঁধিয়ে দেয়। তাই একমাত্র যাদের রক্ত জমাট বাঁধার সমস্যা আছে পাশাপাশি হার্টের সমস্যা আছে তাদের পক্ষেই এগুলো উপকারী হতে পারে তবে বিশেষজ্ঞদের মতে এক্ষেত্রে এই ধরনের পেইন কিলার এর উপর নির্ভরশীল না হয়ে রক্ত পাতলা করার অন্যান্য ওষুধ খাওয়াই শরীরের পক্ষে ভালো , কারণ বেশি পরিমাণ পেইন কিলার খাওয়াই রক্ত অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে ফলে রক্তপাত এর সম্ভাবনা বেড়ে যায়।