সুতপা দে সরকার : আগামী ১০ দিনের মধ্যেই মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে পারে, মঙ্গলবার পরীক্ষার্থীরা  ঠিক এমনটাই ইঙ্গিত পেয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কথায়। এদিন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শিক্ষামন্ত্রী।

এদিন তার কাছে মাধ্যমিকের ফলাফল সম্বন্ধে জানতে চাইলে তিনি বলেন, ‘ আমার সাথে মাধ্যমিকের বোর্ডের যে ঘরোয়া কথাবার্তা হয়েছে তাতে আশা করা যাচ্ছে আগামী ১০ দিনের মধ্যেই প্রকাশ পাবে মাধ্যমিকের ফলাফল।’ সূত্রের খবর, মাধ্যমিকের চূড়ান্ত ফলাফল শেষ। এবার শুধু ফল প্রকাশের অপেক্ষা।

উল্লেখ্য, শিক্ষামন্ত্রী প্রতি স্পষ্ট হয় তাহলে আগামী সপ্তাহেই দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার্থীদের ফলাফল বেরোবে। এই বছরের ৪ঠা মার্চ শেষ হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। যদি আগামী সপ্তাহেই মাধ্যমিকের ফল প্রকাশ পায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফল প্রকাশ করতে পরীক্ষার দু মাসের একটু বেশি সময়ই লেগেছে বোর্ডের। ব্রাত্য বসু জানান, ‘আশা করছি বোর্ডের সাথে আমার যেভাবে কথা হয়েছে তাদের আগামী দিন দর্শকের মধ্যেই মাধ্যমিকের ফলাফল প্রকাশ পাবে।’

এছাড়াও এই দিনেই রাজ্যপাল সম্পর্কে মুখ খোলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সম্প্রতি ‘হ্যামলেট বার্তা’ দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস আর তাতেই পাল্টা জবাবে ব্রাত্য বসু বলেন হ্যামলেট নয়, ম্যাকবেথের মতো আচরণ।রাজ্যপালকে ঠিক জুলিয়াস সিজারের মতো দেখাচ্ছে। অত্যন্ত ক্ষমতা গ্রাস করেছে তার মানসিকতাকে। তাঁর অভিযোগ, “উচ্চশিক্ষা দফতরকে বাইপাস করে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোকে কুক্ষিগত করার যে মানসিকতা দেখা যাচ্ছে, সেটা হ্যামলেট নয় বরং অনেকটা ম্যাকবেথের মতো আচরণ। মানসিকতায় তীব্র উচ্চাশা দেখা যাচ্ছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here