প্রীতম বিশ্বাস : নিজের জীবনে সাফল্য পেতে গেলে অনেক কিছুই করতে হয়। এর জন্য অতি অবশ্যই দরকার পরিশ্রম, ধৈর্য্য, সততা এবং সময়। পড়াশুনা হোক অথবা জীবনের যেকোনো ক্ষেত্রে সকলেই জীবনে এগিয়ে যেতে চান। তাহলে এই জিনিসগুলি আপনাকে ছাড়তে হবে। তাই আর দেরি কেন ? সাফল্য পেতে গৌর গোপাল দাসের এই ৬ টি মন্ত্র মেনে চলুন। জেনে নিন এগুলি –

১) মানুষ কী বলবে বা ভাববে – লোকে কী বলবে এটা ভাবা সবথেকে খারাপ। যে কারণেই ভারতের অধিকাংশ মানুষ বিচলিত হয়ে পড়ে। অন্যের মতের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। জীবনে সাফল্য অর্জনের জন্য উপদেশ শুনুন। তবে, মাথায় রাখুন হেরে গেলে শিখবেন, আর জিতলে নেতৃত্ব নেবেন।

২) নিজের ভাগ্যকে দোষ দেবেন না – জীবনে অনেক সময় মানুষ হতাশ হয়ে পড়েন। তারা মনে করেন, নিজের কপালই খারাপ। কিন্তু ভাগ্যের অজুহাত দিয়ে পরিশ্রম বন্ধ করা উচিত না। জীবনে কঠোর পরিশ্রম করতে শিখুন। যখনই সময় পরিবর্তন হবে আপনি লাভবান হবেন। আপনার বুদ্ধি, পরিশ্রম ঠিক করবে আপনি কোথায় পৌঁছবেন।

৩) সব মায়া – জীবনে সকলেই সুখী ও সফল হতে চান। তবে, সাফল্য বা সুখের মাপকাঠি কি ? তাই জীবন থেকে আবেগ দূর করুন। জীবনে প্রিয়জন দূরে চলে যাবে। নিজের অনেক স্বপ্নপূরণ হবে না। তাই এটা মেনে নিন জীবনে সব ইচ্ছা মনের মত হয় না।

৪) সঠিক সময়ের অপেক্ষা – অনেক মানুষ জীবনে কিছু করার কথা ভেবেছেন কিন্তু সঠিক সময়ের অপেক্ষা করেন। এভাবে কোনো কাজ হয় না। মনপ্রাণ দিয়ে সততার সাথে যখন কাজ শুরু করবেন তখনই আপনার সঠিক সময়।

৫) সমস্যা থেকে পালানো – সমস্যা থেকে পালিয়ে আপনি কখনো সমাধান করতে পারবেন না। আপনি যত বেশি সমস্যা থেকে দূরে সরবেন তত কিন্তু সমস্যা বাড়বে। তাই সাহসের সাথে মোকাবিলা করুন।

৬) নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন – কোনো কাজে অবহেলা শেষ পর্যন্ত আপনারই কিন্তু ক্ষতি করবে। দৈনন্দিন কাজ হোক বা সম্পর্ক, সাস্থ্য, চাকরি বা অন্য কিছু অবহেলা করলে সাফল্য পাবেন না। নিজের স্বাস্থের প্রতি উদাসীন হলে তা নষ্ট হতে পারে। তাই আলস্য ছেড়ে নিজের প্রতিটি ক্ষেত্রে নিজের দায়িত্ব বুঝে সততা দায়িত্ত্ব নিয়ে কাজ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here