Calcutta time : এবার ঈদে নতুন ইতিহাস গড়তে চলেছেন অভিনেতা জিৎ। আগামী ঈদে অর্থাৎ ২১শে এপ্রিল মুক্তি পেতে চলেছে জিতের ছবি , যার নাম চেঙ্গিজ। টলিউডে যেমন ঈদ মানেই জিতের ছবি, সেরকমই বলিউডে ঈদ মানেই সালমান খানের ছবি। এই বছরও ঈদের ছুটিতে ২১ শে এপ্রিল মুক্তি পেতে চলেছে সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। পূজা হেগড়ের সঙ্গে জুটি বেঁধেছেন সালমান। অন্যদিকে ওই একই দিনে একই সঙ্গে বাংলা ও হিন্দিতে মুক্তি পাবে জিতের এই ছবি ‘চেঙ্গিজ’।

উল্লেখ্য, শুধু জিৎই নয়, চেঙ্গিজের একটি পোস্টার শেয়ার করে বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ ট্যুইট করেন, ‘চেঙ্গিজ জিতের অ্যাকশন মুভি হিন্দি এবং বাংলা ভাষায় একই সঙ্গে মুক্তি পাবে। জিৎ অভিনীত চেঙ্গিজ প্রথম বাংলা ছবি হতে চলেছে, যা বাংলা এবং হিন্দি দুই ভাষায় একই সঙ্গে ঈদের দিন মুক্তি পাবে।

১৯৭০ থেকে ১৯৯০ সালের মধ্যে কলকাতায় আন্ডারওয়ার্ল্ডের দাপট নিয়েই লেখা হয়েছে চেঙ্গিজের চিত্রনাট্য। ছবিটির পরিচালনা করেছেন রাজেশ গঙ্গোপাধ্যায়। নাম ভূমিকায় থাকবেন অভিনেতা নিজেই। জিৎ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রোহিত বোস রায়, শাতাফ ফিগার প্রমুখ শিল্পীকে। অভিনয়ের পাশাপাশি ছবির অন্যতম প্রযোজক জিৎ। অভিনেতার পাশাপাশি গোপাল মাদনানি, অমিত জুমরানিও এই ছবির প্রযোজনা করেছেন। ছবি নিয়ে ভক্তদের উত্তেজনাও তুঙ্গে। কিছুদিন আগেই ভক্তরা অভিযোগ করেছিলেন যে কেন চেঙ্গিজের প্রচার করছেন না অভিনেতা? তাই বলাই চলেছে সব শেষে মুক্তির কথা জানালেন তিনি।

এছাড়াও এর আগে, গত বছর এপ্রিলে এই ছবির ঘোষণা করেছিলেন জিৎ। এরপর প্রকাশ্যে আসে এই ছবিতে জিতের লুক। ছবিতে অভিনেতা একজন গ্যাংস্টার।পুরোদস্তুর অ্যাকশন এই ছবিতে জিতের নায়িকার চরিত্রে দেখা যাবে সুস্মিতা চট্টোপাধ্যায়কে। এই প্রথম জিতের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। প্রায় সাত মাস ধরে এই ছবির শুটিং করেছেন তাঁরা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here