প্রীতম বিশ্বাস : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় আড়াই বছর পর কাজে ফিরছেন রিয়া চক্রবর্তী। গত ১৪ই জুন ২০২০– মৃত্যু হয়েছিল সুশান্ত সিং রাজপুতের। আর সেই সঙ্গেই বলাই চলে আরও একজনের জীবন কার্যত তছনছ হয়ে যায়। তিনি হলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় আড়াই বছর পর কাজে ফিরছেন রিয়া চক্রবর্তী। এই অবস্থায় কার্যত টুইট সুশান্তের দিদি প্রিয়াঙ্কা সিং রাজপুতের।
এদিন প্রিয়াঙ্কা নাম না করেই রিয়াকে যৌন কর্মী বলেন। সম্প্রতি ওই টুইটের পরেই সোশ্যাল মিডিয়ায় ছড়ায় চাঞ্চল্য। এরপর আরও এক টুইট করেন তিনি।
এদিন প্রিয়াঙ্কা টুইটে লিখেছেন, “তুমি কেন ভয় পাবে? তুমি তো বেশ্যা ছিলে, বে শ্যাই থাকবে। প্রশ্ন হল তোমার খদ্দের কারা? একমাত্র শাসকই তোমায় এই সাহস দিতে পারে।”
যদিও তাঁর দাবি “আমি কাউকে উদ্দেশ্য করে এ কথা বলিনি। চারিপাশে যা ঘটছে তার বিরুদ্ধেই এ আমার ক্রোধ।” তবে দুইয়ে দুইয়ে চার করেছেন সুশান্তের ভক্তরা। এমটিভির তরফে যে প্রোমো প্রকাশিত হয়েছে তাতে রিয়াকে বলতে শোনা যায়, “কী ভেবেছিলেন? আর ফিরব না? ভয় পেয়ে যাব? ভয় তো অন্য কেউ পাবে। আমি না”। আর ঠিক এর পরেই প্রিয়াঙ্কার টুইটে ভয়ের উল্লেখ। তাই প্রিয়াঙ্কা না মানলেও নেটিজেনরা নিশ্চিত তাঁর ওই টুইট আদপে রিয়ারই উদ্দেশ্যে।