Calcutta time : এবার দুই দিনের বঙ্গ সফরে আসলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আজ অর্থ্যাৎ সোমবারই বিকেলে তাঁকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিশেষ সংবর্ধনা দেওয়াহয়। কিন্তু সেই অনুষ্ঠান বয়কট করেছে বিজেপি বলেই খবর।
উল্লেখ্য, সোমবার বেলা ১১টা বেজে ৫৫ মিনিটে কলকাতায় পা রাখেন দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথমবার তিলোত্তমায় পদার্পণ তাঁর। কিন্তু সেখানেও বিতর্ক উসকে দিল গেরুয়া শিবির। এদিন বিকেল ৫টায় নেতাজি ইন্ডোরে শুরু সংবর্ধনা অনুষ্ঠান।
জানা গিয়েছে, আমন্ত্রণ জানানো হলেও সেখানে উপস্থিত হবেন না কোনও বিজেপি নেতা। কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই আলাদা করে নাকি আমন্ত্রণ জানানো হয়নি। আর সেই কারণেই অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পদ্মশিবির। যদিও এদিন শহরে নেই তিনি। দিল্লি পৌঁছে গিয়েছেন শুভেন্দু। তবে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এদিন সাংবাদিক সম্মেলনে দাবি করেন, বিজেপি নেতাদের ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।
আগামিকাল অর্থাৎ মঙ্গলবার বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদ চলাকালীন সময় বের করে তাঁদের সঙ্গে সাক্ষাতের কথা জানিয়েছেন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্ব বাংলার সব সাংসদই যাবেন মোদির ডাকা আলোচনা চক্রে। কিন্তু তার আগেই আজ দিল্লি পৌঁছে যান শুভেন্দু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎও করেছেন তিনি।