Calcutta time : তিহাড় যাওয়ার পর নিজের পদেই বহাল রইলেন অনুব্রত মণ্ডল। বীরভূমের জেলা সভাপতি পদ থেকে সরানো হল না গরু পাচার মামলার অন্যতম অভিযুক্ত অনুব্রতকে। আজ অর্থাৎ শুক্রবার বীরভূম নিয়ে বিশেষ বৈঠক ছিল কালীঘাটে। উপস্থিত ছিলেন বীরভূম জেলার একাধিক নেতা। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
উল্লেখ্য, দুই মাস আগেই তাঁর ছেলে অসুস্থ হয়ে পড়ে। তখন পারিবারিক সমস্যার কথা বলে পদ থেকে অব্যহতি চান এই নেতা। এমনকী নলহাটির বিধায়ককে চিঠিও পাঠান মৃগাঙ্ক বলে খবর। আর অভিযোগ, তখন দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিধায়ক বলেন, ২০২১ সালেই নাকি সরানো হয়েছে মৃগাঙ্ককে। তারপরই দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন।
এদিন অর্থ্যাৎ শুক্রবার বীরভূমের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাই এখন থেকেই রণকৌশল সাজিয়ে ফেলতে চান তিনি। কারণ বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এখন তিহাড় জেলে। তাই বীরভূম জেলার সাংগঠনিক দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকের জন্যই বীরভূমের জেলা থেকে ব্লক সমস্ত স্তরের আড়াইশোর বেশি নেতৃত্বকে নিয়ে কালীঘাটে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগেই দল ছাড়লেন নলহাটি তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।