Calcutta time : নিয়োগ কান্ড – এ একের পর এক অভিযোগ উঠে আসছে শাসক শিবিরের ওপর। যা স্বাভাবিকভাবেই অস্বস্তি বাড়াচ্ছে শাসকের। ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে আগেই সব পদ থেকে সরানো হয়েছে। সম্প্রতি আবার কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল। একইসঙ্গে বুঝিয়ে দেওয়ার চেষ্টা চলছে, নিয়োগে দুর্নীতি বা বেনিয়মের অভিযোগ শুধু তৃণমূল আমলেই নয়, অতীতে বাম আমল থেকে এর সূত্রপাত।
এদিন বিকেলে সাংবাদিক বৈঠক করে সেটাই আবারও স্পষ্ট করে দিলেন তৃণমূল মুখপাত্র তথা দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ।
এনিয়ে কুণাল ঘোষ বলেন, “উদ্দেশ্যপ্রণোদিতভাবে একযোগে বিজেপি-সিপিএম-কংগ্রেস হাতে হাতে মিলিয়ে কুৎসা করছে।”
উল্লেখ্য, এর আগেও বাম আমলেও যে নিয়োগ ক্ষেত্রে র্যাঙ্ক জাম্প হয়েছিল এবং কারচুপি হয়েছিল, এমন উদাহরণও টেনে আনেন তৃণমূল মুখপাত্র। বললেন, “১৯৯২ সালে আশিস পাল নামে এক ব্যক্তি র্যাঙ্ক জাম্পিং-এর শিকার হয়েছিলেন। তিনি আদালতের দ্বারস্থ হয়েছিল। শেষ পর্যন্ত ২০১২ সালে এসে তিনি মামলা জেতেন এবং ৫৫ বছর বয়সে চাকরি পান।”
প্রসঙ্গত, সিপিএম-এর বিরুদ্ধে আক্রমণের সুর চড়িয়ে কুণাল ঘোষ বলেন, “দুটি ক্ষেত্রেই আদালতের হস্তক্ষেপে প্রমাণিত হয়েছিল সিপিএম আমলে কলেজ সার্ভিস কমিশন অন্যায় কাজ করেছে। জীবনের অনেকগুলি বছর নষ্ট হওয়ার পর অভিযোগকারীরা চাকরি পেয়েছিলেন।”