Calcutta time : ” আরে আমি নই, আমি নই, আমি নই”, সোশাল মিডিয়ার পোস্টে চিৎকার করে বলছেন শ্বেতা চক্রবর্তী। অপর এক শ্বেতার সঙ্গে তাঁকে গুলিয়ে ফেলা হচ্ছে, দাবি কলকাতার এই ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটারের।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে গ্রেফতার হয়েছেন প্রোমোটার অয়ন শীল। তাঁর গ্রেফতারির পর উঠে এসেছে আরও এক রহস্যময়ীর নাম-স্বেতা চক্রবর্তী। সূত্রের খবর, তিনি কামারহাটি পুরসভায় কাজ করেন। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়নের সঙ্গে তাঁর ‘ঘনিষ্ঠ’ যোগাযোগ ছিল, উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। উল্লেখযোগ্যভাবে, স্বেতা কামারহাটি পুরসভাতে কাজ করার পাশাপাশি অভিনয় এবং মডেলিং করতেন।
এদিকে এই বিষয়টি সামনে আসার পরেই বিপাকে পড়েছেন অপর শ্বেতা চক্রবর্তী। শ্বেতার – প্রোফাইলের ছবি সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। সঙ্গে ক্যাপশান এবং কমেন্টে অয়ন শীল প্রসঙ্গ টেনে করা হচ্ছে তুমুল সমালোচনা।
সকাল সকাল ফেসবুকে এই শোরগোল দেখে প্রথমে অবাকই হয়েছিলেন গড়িয়ার শ্বেতা। তিনি ‘এই সময় ডিজিটাল’-কে বলেন, “আমি কামারহাটি পুরসভায় কাজ করি না। আগে মডেলিং করতাম। এখন অনেকটাই ফোকাস অনলাইন কনটেন্ট তৈরির দিকে। আমার প্রোফাইলেও মডেল এবং অভিনেত্রী লেখা। তাই অনেকে দুইয়ে দুইয়ে চার করেছে। কিন্তু, আমি সেই শ্বেতা নই যাঁকে ওরা খুঁজছেন বা নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে যে শ্বেতার নাম উঠে আসছে।”