Calcutta time : এবারও মিলল না জামিন। ফের জেল হেফাজতে নিয়োগ কাণ্ডের ধৃত কুন্তল ঘোষ। আগামী ৩০ শে মার্চ আদালতে তোলা হবে তাঁকে। এদিকে, কুন্তলের মোট দশটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। ইডির দাবি, বিপুল টাকার উৎস সম্পর্কে কোনও সদুত্তর দিতে পারছেন না প্রাক্তন যুব তৃণমূল নেতা।

এদিন অর্থাৎ শুক্রবার বিচারকের কড়া প্রশ্নের মুখে পড়তে হয় কুন্তলের আইনজীবীকে। বিচারক প্রশ্ন করেন, “সাড়ে ৬ কোটি টাকার উৎস কী? আপনার অ্যাকাউন্ট থেকে টাকার লেনদেন হয়েছে, জবাব আপনাকেই দিতে হবে।” এদিকে কুন্তলের আইনজীবীর দাবি, “সব সাদা টাকা।”

এরপর আবারও কুন্তলের আইনজীবীকে প্রশ্ন ছুঁড়ে দেন। তিনি বলেন, “সাদা টাকা বলে কিছু হয় না। টাকা কোথা থেকে এল সেটা বলতেই হবে। অ্যাকাউন্টে যদি ৫০ হাজার টাকাও আসে, বলতে হবে তার উৎস কী? আপনি ৫ কোটি টাকা নিলেন, ট্যাক্স দিলেন, সেটা সাদা হয়ে গেল?”

ইডির দাবি, টাকার উৎস সম্পর্কে কোনও সদুত্তর দিতে পারেননি কুন্তল। সে কারণে তাঁর জামিনের বিরোধিতা করে ইডি। দু’পক্ষের সওয়াল জবাব শেষের পর কুন্তলকে ফের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। আগামী ৩০ শে মার্চ ফের তাঁকে আদালতে হাজিরার নির্দেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here