প্রীতম বিশ্বাস : আগামী ৪ ই মার্চ মাধ্যমিক শেষ হচ্ছে। আর এদিকে ১৪ ই মার্চ থেকে শুরু হয়ে যাবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। প্রসঙ্গত, মাধ্যমিক প্রশ্ন ফাঁসের বিতর্কের পর সংসদ কড়া নির্দেশিকা জারি করল। শুধু পরীক্ষার্থীই নয় দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাকেও মোবাইল ফোন ছাড়াই প্রবেশ করতে হবে পরীক্ষাকক্ষে। প্রশ্ন ফাঁসের বিতর্ক এড়াতে এবার তৎপর সংসদ। মোবাইলের ব্যাবহার রুখতে থাকছে বিশেষ নজরদারির ব্যবস্থা।

এখানেই শেষ নয় সর্বপরি, ২৩৫ টি পরীক্ষাকেন্দ্র কে স্পর্শকাতর কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে, প্রবেশ পথে থাকছে মেটাল ডিটেক্টর । প্রতিটি কক্ষে অন্ততপক্ষে দুটি করে শিক্ষক ।

সংসদের নির্দেশিকা অনুযায়ী পুলিশ আধিকারিকের সামনে খুলতে হবে প্রশ্নপত্র। পরীক্ষাকক্ষে কোনোরকম গাফিলতি ধরা পড়লে কক্ষের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের প্রতি কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংসদ।
কোনোরকম বিতর্কিত মন্তব্যের মুখে পড়তে নারাজ সংসদ। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করাই সংসদের একমাত্র লক্ষ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here