Calcutta time : জমি বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন অমর্ত্য সেন। এদিন মার্কিন যুক্তরাষ্ট্র যাওয়ার জন্য বৃহস্পতিবার বোলপুর ছাড়েন অমর্ত্য সেন। সেই সময় তাঁকে জমি বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, জমি নিয়ে যা প্রশ্ন করার তা উপাচার্যকে করুন।
এছাড়াও অমর্ত্য সেন এদিন বলেন, জমির মালিক ছিলেন আমার বাবা। উইলে লেখা রয়েছে বাবার মৃত্যুর পর জমির মালিকানা যাবে মায়ের কাছে। তারপর জমির মালিকানা আমার হওয়ার কথা। এখানে বিতর্ক হওয়ার কিছু নেই।
উল্লেখ্য, বিশ্বভারতীর কিছুটা জায়গা অমর্ত্য সেন দখল করে বসে রয়েছেন বলে দাবি করেছে বিশ্বভারতীয় কর্তৃপক্ষ। এনিয়ে বারবার তাঁকে আইনি নোটিস পাঠানো হয়েছে। জমির মিউটেশনের জন্য। সম্প্রতি বোলপুর বিএলআরও অফিসেও গিয়েছিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ। আজ যখন তিনি বাড়ি থেকে বেরিয়ে যান তখন তাঁকে প্রশ্ন করা হয়, তিনি মনে কি কোনও ব্যথা নিয়ে যাচ্ছেন? অমর্ত্য সেন বলেন, মনে ব্যথার কোনও অবকাশ নেই। ওরা যে হেনস্থা করছেন তাতে তারা জ্ঞানহীন।
জমি বিতর্ক নিয়ে একদিকে অমর্ত্য যেমন খুব বেশি মুখ খুলতে নারাজ তেমনি বিশ্বভারতী কর্তৃপক্ষকে খোঁচা দিতেও ছাড়েননি অমর্ত্য সেন। তবে নিজের জমির মালিকানা যে তাঁর সে বিষয়েও তিনি বেশ আশাবাদী।