Calcutta time : কুন্তল ঘোষের বাড়ি থেকে ওএমআর শিট উদ্ধার নিয়ে মুখ খুললেন ব্রাত্য বসু। কেউ এই দালালের ফাঁদে পা দিলে তার দায় পর্ষদের নয়, এবার কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। দুর্নীতির দায় শিক্ষামন্ত্রী এড়াতে পারেন না বলেই পালটা দাবি বিরোধীদের।
উল্লেখ্য, প্রাথমিক টেটের ফলপ্রকাশের মাত্র কিছু ঘন্টা পর সাংবাদিকদের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন তিনি বলেন, “এবারের টেটের ওএমআর শিট পর্ষদের পাশাপাশি পরীক্ষার্থীর কাছেও রয়েছে। ওই ওএমআর শিট কেউ যদি দালালকে দেয়, তার দায় পর্ষদের নয়। তেমন হলে দালাল যতটা দায়ী, প্রার্থীও ততটাই।
কোনও চাকরিপ্রার্থী দালালের ফাঁদে পা দেবেন না। কেবলমাত্র মেধা, শ্রম, যোগ্যতা ও পর্ষদের স্বচ্ছতার উপর নির্ভর করুন। লখিন্দরের বাসর ঘরের মতো ব্যবস্থা করা হয়েছে। কালনাগিনী ঢোকার কোনও উপায় নেই। নিয়োগে স্বচ্ছতা আনতে সচেষ্ট রাজ্য সরকার।”
প্রসঙ্গত, গত ২১ শে জানুয়ারি গ্রেপ্তার হন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। গ্রেপ্তারির আগে তাঁর চিনার পার্কের জোড়া ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। একটি খাতা, ডায়েরি-সহ ডিসেম্বরের প্রাথমিক টেটের ১৮৯টি ওএমআর শিট উদ্ধার করা হয়। ওই ডায়েরিতে সাংকেতিক হরফে নানা গুরুত্বপূর্ণ তথ্য লেখা রয়েছে বলেই ইডি সূত্রে খবর। তা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।