Calcutta time : গত সোমবার ছিল নোরা ফতেহির ৩০ তম জন্মদিন। এই বছর দুবাইয়ে নিজের জন্মদিন সেলিব্রেট করলেন অভিনেত্রী।

আর এদিন সকালেই সমুদ্র সৈকত থেকে একটি ভিডিয়ো পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন নোরা।

উল্লেখ্য, ২০১৪ সালের রোর ছবির হাত ধরে বলিউডে পা রাখেন নোরা। কানাডার নোরা বলিউডে নিজের নাম তৈরি করেছেন তাঁর ডান্সিং স্কিলের মাধ্যমে।

এমনকি ইতিমধ্যে বিতর্কে জড়িয়েছে নোরার নাম। সম্প্রতি ২০০ কোটি টাকার আর্থিক দুর্নীতিতে নাম উঠে এসেছে নোরার। ৮ বছরে বলিউডে নিজেক ব্র্যান্ড তৈরির পাশাপাশি নোরা রোজগারও করেছেন প্রচুর। তাঁর সম্পত্তির পরিমাণ রীতিমতো চমকে দেওয়ার মতো।

বর্তমানে ছবিতে অভিনয়ের জন্য ১ কোটি টাকা পারিশ্রমিক নেন নোরা। আইটেম গানে পারফর্ম করার জন্য তাঁর পারিশ্রমিক ৫০ লক্ষ টাকা।

তবে শুধু সিনেমা নয়, তাঁর রোজগারের মূল উৎস ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট। শুধুমাত্র বিজ্ঞাপনের হাত ধরেই মাসে প্রায় ৩০-৪০ লক্ষ টাকা আয় করেন নোরা।

মুম্বইয়ের ওরলিতে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকেন নোরা। আমেরিকান আর্কিটেকট পিটার মারিনোর ডিজাইন করা সেই অ্যাপার্টমেন্টের দাম ১০ কোটি। সেটি ইন্টেরিয়র সাজাতেও কয়েকটি কোটি টাকা খরচ করেছেন তিনি। কানাডাতেও একটি বিলাসবহুল বাড়ি রয়েছে তাঁর। বাড়ির পাশাপাশি তাঁর রয়েছে একটি ভ্যানিটি ভ্যান, যার মূল্য ৫ কোটি।

বিএমডব্লু ফাইভ সিরিজ (৬৫ লক্ষ), মার্সেডিজ বেঞ্চ (৩৩ লক্ষ), হুন্ডা সিটি (১২ লক্ষ) সহ একাধিক গাড়ি রয়েছে তাঁর কালেকশনে।

বাড়ি, গাড়ি ছাড়াও নোরার কালেকশনে রয়েছে একাধিক দামী ব্যাগ। হ্যান্ডব্যাদের শখ রয়েছে তাঁর। বিদেশি ডিজাইনারের তৈরি অনেক ব্যাগ রয়েছে তাঁর কালেকশনে, যার মূল্য ৫ থেকে ৭ লক্ষ।

সূত্রের খবর, নোরার মোট সম্পত্তির পরিমাণ ভারতীয় মুদ্রায় ৪০ কোটি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here