Calcutta time : স্মার্টফোন কিনবেন বলে ঠিক করেছেন ? এদিকে আপনার পকেটে টাকা একটু কম আছে? তবে বাজেট যদি ১৫ হাজার টাকার মধ্যে হয়, তাহলে জেনে রাখা ভালো এই স্মার্ট ফোন গুলির নাম। কারণ এদের প্রত্যেকটির ফিচারস অসাধারন। যেমন তালিকায় রয়েছে Realme, Redmi, Oppo, Vivo প্রভৃতি। এই ফোনগুলো ১৫ হাজারের মধ্যে দারুন সারা ফেলেছে এবছর। দেখে নিন সেগুলি –

​Realme C 35 : দাম 13,999 টাকা

এই রিয়েলমি মডেলে 6.50 ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যার পিক্সেল রেট 1080X2400 পিক্সেলস। প্রসেসর হিসেবে এই ফোনে MediaTek Helio G95 দেওয়া হয়েছে, যা 6GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে পেয়ার করা হয়েছে। ফোনের ব্যাটারিও বেশ শক্তিশালী 4500mAh-এর। Realme Narzo 20 Pro-তে কোয়াড-রিয়ার সেটআপ ক্যামেরা থাকছে, যার প্রাইমারি সেন্সর 48MP-র। এছাড়াও এতে একটি 8MP, একটি 2MP এবং আর একটি 2MP সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য এই Realme স্মার্টফোনের সামনে একটি 16MP ক্যামেরা রয়েছে।

​Realme 7 : দাম 14,999 টাকা –

এই রিয়েলমি মডেলেও 6.50 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজোলিউশন 1080X2400 পিক্সেলস। MediaTek Helio G95 প্রসেসরের এই ফোনটি 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে পেয়ার করা রয়েছে। ব্যাটারি হিসেবে Realme 7-এ 5000mAh ব্যাটারি রয়েছে। কোয়াড-রিয়ার সেটআপ ক্যামেরার এই ফোনের প্রাইমারি সেন্সর 64MP-র। এছাড়াও এতে সেকেন্ডারি ক্যামেরা হিসেবে 8MP, 2MP এবং আর একটি 2MP সেন্সর রয়েছে। সেলফির জন্য Realme 7-এ 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Vivo y22 :​ দাম 10,999 টাকা –

কিছু দিন আগেই লঞ্চ করেছিল এই ফোনটি। Vivo-র এই মডেলে 6.50 ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন 720×1600 পিক্সেলস। পারফরম্যান্সের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 662 প্রসেসর দেওয়া হয়েছে, যা পেয়ার করা থাকছে 4GB RAM এবং 64GB স্টোরেজের সঙ্গে।

​Poco M2 Pro : দাম 12,999 টাকা

পোকোর এই স্মার্টফোনে 6.67 ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন 1080×2400 পিক্সেলস। এই মডেলে পারফরম্যান্সের জন্য Qualcomm Snapdragon 720G প্রসেসর দেওয়া হয়েছে, যা 4GB RAM এবং 64GB স্টোরেজের সঙ্গে পেয়ার করা থাকছে। কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপের এই ফোনের প্রাইমারি সেন্সর 48MP-র। এছাড়াও একটি 8MP, 5MP এবং আর একটি 2MP-র গৌণ ক্যামেরাও রয়েছে এই ফোনে। সেলফির জন্য Poco-র এই মডেলে 16MP সেন্সর দেওয়া হয়েছে। 5020mAh ব্যাটারি ক্যাপাসিটির এই Poco M2 Pro স্মার্টফোনটি বাজেট সেগমেন্টের চমৎকার এই মডেল।

​Redmi Note 9 : দাম 11,999 টাকা –

এই রেডমি স্মার্টফোনে 6.53 ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যার পিক্সেল রেজোলিউশন 1080×2340। পারফরম্যান্সের জন্য এই ফোনে MediaTek Helio G85 প্রসেসর দেওয়া হয়েছে, যা আবার পেয়ার করা রয়েছে 4GB RAM এবং 64GB স্টোরেজের সঙ্গে। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5020mAh-এর। Redmi Note 9-এ দেওয়া হয়েছে কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর 48MP। এছাড়াও সেকেন্ডারি ক্যামেরাগুলির সেন্সর 8MP + 2MP + 2MP। সেলফির জন্য এই ফোনে 13MP-র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here