Calcutta time : পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য বিভাগের তরফে এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে রিডার পদে নেওয়া হচ্ছে কর্মী। প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিযুক্ত করে দেওয়া হবে।

নিয়োগকারী সংস্থা ও পদের নাম : পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগকারী সংস্থা তথা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (WBHRB) এর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। মূলত রিডার (Reader) পদে নেওয়া হবে কর্মী।

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত সংস্থা থেকে নার্সিং এর ওপর এমএসসি করে থাকতে হবে। সঙ্গে বাংলা ভাষায় লিখতে, বলতে জানতে হবে।

প্রার্থীর বয়সসীমা : বয়সের ক্ষেত্রে বিশেষ কোনো বাঁধা সীমা নেই। সেক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৫৫ বছর রাখা হয়েছে। এবং রিজার্ভ ক্যাটাগরি যেমন SC/ST প্রার্থীদের বয়সে ৫ বছরের ছাড় এবং OBC প্রার্থীদের বয়সে ৩ বছরের ছাড় দেওয়া হয়েছে।

মাসিক বেতন : মাসে উচ্চ হারে বেতন দেওয়া হবে কর্মীদের নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন ৬৭,৩০০ /- টাকা থেকে শুরু হচ্ছে।

আবেদন করার পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিচে বিস্তারিত পদ্ধতি দেওয়া হয়েছে।

১) সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন এর লিংকে ভিজিট করে নিন।

২) নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করুন।

৩) সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট ইত্যাদি তথ্য সঙ্গে রাখবেন।

৪) যাবতীয় কিছু ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করতে বললে এক এক করে আপলোড করে দিন।

৫) সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।

প্রয়োজনীয় ডকুমেন্টস :

১) বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট

২) স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড

৩) সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট

৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে

৫) কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে

৬) রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার

কর্মী নিয়োগ প্রক্রিয়া : আগেই বলা হয়েছে যে, কোনোরকম পরীক্ষা নেওয়া হচ্ছে না এখানে। সেক্ষেত্রে আবেদন জমা পড়ার পর প্রার্থীদের অ্যাকাডেমিক এর ওপর সবার প্রথমে নম্বর প্রদান করা হবে।

অ্যাকাডেমিক তথা শিক্ষাগত যোগ্যতার ওপর রাখা হয়েছে ৭৫ নম্বর। তারপর প্রার্থীদের কর্ম অভিজ্ঞতা এর ওপর রাখা হয়েছে ১০ নম্বর।

তারপর প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য। এখানে রাখা হয়েছে ১৫ নম্বর। প্রার্থীদের এখানে পার্সোনালিটি টেস্ট করে নেওয়া হবে।

সবার প্রথমে প্রার্থীদের সর্বমোট ১০০ এর মধ্যে নম্বর প্রদান করা হবে। এবং মেরিট লিস্ট গঠন করে তার ভিত্তিতে তাদের করা হবে নিয়োগ।

আবেদনের সময়সীমা: আগামী ২০ শে জানুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।

অ্যাপ্লিকেশন লিংক – https://www.wbhrb.in/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − 9 =