Calcutta time : এবার চাকরি খোয়ালেন ৩ জন প্রাথমিক শিক্ষক। গত সোমবার তিন শিক্ষকের নথি খতিয়ে দেখেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, চাকরি বাতিল করা হল ওই তিন শিক্ষকের। ফলে এখনও পর্যন্ত চাকরি গেল মোট ২৫৮ জনের।

উল্লেখ্য, শিক্ষক নিয়োগ মামলায় প্রচুর দুর্নীতির অভিযোগে তপ্ত রাজ্য রাজনীতি। কলকাতা হাইকোর্টে একাধিক মামলা চলছে। গত ২৩ ডিসেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। এর আগেই প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ২৬৮ জনকে বরখাস্ত করা হয়েছিল। তাও হয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই। ২৩ ডিসেম্বরের শুনানিতে বরখাস্ত হওয়া প্রাথমিক শিক্ষকদের হলফনামা খতিয়ে দেখে প্রথম দফায় তাঁদেরই ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এদের মধ্যে একজনকে ১০ হাজার টাকা জরিমানা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল।

পরবর্তীতে দুই দফায় ১৪৬ জন ও ৬১ জন শিক্ষকের আবেদনের শুনানি হয়। তাঁদের নথি খতিয়ে দেখে প্রথমে ১৪০ জন ও পরে আরও ৩ শিক্ষকের চাকরি বাতিল করে আদালত। এদিকে ৬১ জনের মধ্যে চাকরি হারান ৫৯ জন। সোমবার আরও ৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা আদালত। ফলে মোট চাকরি বাতিল হল ২৫৮ জনের।
প্রসঙ্গত, বেআইনিভাবে প্রাথমিকে চাকরি পাওয়ার অভিযোগে মামলা হয় হাই কোর্টে। গত বছর যে মামলায় ২৬৮ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করা হয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে। চাকরিহারারা এরপর দ্বারস্থ হন সুপ্রিম কোর্টের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here