Calcutta time : এবার হয়তো বাড়ল আরো চাপ। গোরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওযার অনুমতি দেওয়া হল ইডিকে। সোমবার কেন্দ্রীয় আর্থিক অনিয়মের তদন্তকারী সংস্থার আবেদন মঞ্জুর করল দিল্লির রাউস এভিনিউ আদালত। এদিন অনুব্রতকে প্রোডাকশন ওয়ারেন্টে হ্যাঁ করে দিলেন বিচারপতি। অর্থ্যাৎ অনুব্রত মণ্ডলকে দিল্লির নিয়ে যাওয়ার জন্যে যে আইন লড়াই ইডি লড়ছিল তা আপাতত শেষ হল। বীরভূম তৃণমূল সভাপতিকে দিল্লি নিয়ে যাওয়ার পথে আর কোনও বাধা রইল না।
উল্লেখ্য, অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল ইডি। এখন তাঁকে তোলা হবে কোন আদালতে। এনিয়ে প্রশ্ন উঠেছিল। অনুব্রত আইনজীবী কপিল সিব্বল প্রশ্ন তোলেন, অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে আসানসোলে, আর তাঁকে তোলা হবে দিল্লিতে। এটা হতে পারে না। যেখানে গ্রেফতার করা হয়েছে তার কাছাকাছি আদালতেই তুলতে হবে।
প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলকে এক মাসেরও বেশি সময় আগে গ্রেফতার করা হয়েছে। তার পর থেকেই তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল। এক্ষেত্রে ইডির যুক্তি ছিল, অনুব্রত মণ্ডলের যেসব সম্পত্তি রয়েছে তার মধ্যে রয়েছে দিল্লির সি আর পার্কের একটি ফ্ল্যাট। গোরু পাচার মামলায় মানি ট্রেইল দিল্লি পর্যন্ত বিস্তৃত। গোটা দেশেই তদন্ত করে ইডি। তাই তাকে দিল্লি এনে জেরা করতে কোনও বাধা নেই। এর আগে অনুব্রত প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লি আনার নির্দেশ দেয় রাউস অ্যাভিনিউ আদালত।
রাউস অ্যাভিনিউয়ের ওই নির্দেশের একটি গুরুত্বপূর্ণ দিক হল ওই নির্দেশ হল একেবারেই মৌখিক। লিখিত অর্ডার আসতে পরে। লিখিত রায়ের কথা জানতে চাওয়া হলে আদালতের তরফ থেকে বলা হয় মঙ্গলবার সকাল ১০টার পরে লিখিত অর্ডার দেওয়া হতে পারে বা তার আগেও ওয়েবসাইটে অর্ডার আপলোড করে দেওয়া হতে পারে।