Calcutta time : আমরা অনেকে ঘর সাজানোর জন্য নানান রকমের গাছ লাগিয়ে থাকি, আর এই গাছগুলো যদি নিয়ম করে আমরা লাগাই বা বাস্তু মেনে লাগাই তাহলে বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, আমাদের জীবন কিন্তু একেবারে পালটে যেতে পারে।

এছাড়াও, বাস্তু বিশেষজ্ঞরা মনে করছেন যে, আপনি যদি আপনার বাড়ির উঠোনে কিংবা ছাদে একটি জবা ফুলের গাছ লাগাতে পারেন, তাহলে আপনার জীবন কিন্তু একেবারে সুন্দর হয়ে যেতে পারে।

উল্লেখ্য, লাল জবা হনুমানজির খুব প্রিয়। প্রতি মঙ্গল এবং শনিবার যদি হনুমানজির চরণে একটি করে লাল জবা রাখতে পারেন, তাহলে বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, আপনার জীবন একেবারে পাল্টে যেতে পারে।

এছাড়াও আপনি যদি অনেকদিন ধরে অর্থনৈতিক সংকটের মধ্যে ডুবে থাকেন, তাহলে এই একটি লাল জবা দিয়ে আপনি মা কালী পুজো করতে পারেন।

তাই নিয়ম মেনে বাস্তু মেনে আপনি আপনার বাগানের একটি লাল জবা ফুল রাখুন, তবে গাছ লাগানোর ক্ষেত্রে আপনাকে নিয়ম মানতে হবে। বাস্তু মেনে আপনাকে সঠিক স্থানে রাখতে হবে। নোংরা আবর্জনা পূর্ণ জায়গায় এই ধরনের গাছ কখনোই লাগাবেন না।

তাই নিয়ম মেনে বাস্তু মেনে আপনি আপনার বাগানের একটি লাল জবা ফুল রাখুন, তবে গাছ লাগানোর ক্ষেত্রে আপনাকে নিয়ম মানতে হবে। বাস্তু মেনে আপনাকে সঠিক স্থানে রাখতে হবে। নোংরা আবর্জনা পূর্ণ জায়গায় এই ধরনের গাছ কখনোই লাগাবেন না।

অপরিষ্কার জায়গায় গাছ লাগানো বাস্তুমতে, একেবারেই উচিত নয়, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে, তবে বাস্ত বিশেষজ্ঞরা বলছেন, শুধু জবা গাছ নয়, তুলসী গাছ গোলাপ গাছ, অ্যালোভেরা গাছ এই কাজগুলো কিন্তু আপনার রূপের জন্য অত্যন্ত উপকারী এছাড়া লাগাতে পারেনি মানিপ্লান্ট।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here