Calcutta time : বাংলার প্রশংসায় এবার নয়া রাজ্যপাল। এবার নাকি বিশ্বকে নেতৃত্ব দেবে ভারত। আর ভারতকে নেতৃত্ব দেবে বাংলা। ভূয়সী প্রশংসা নয়া রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দেড়শত বর্ষপূর্তির উদযাপন। এদিন সেখানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল। এদিন উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগীও। সিদ্ধার্থ নিয়োগী এই মেডিক্যাল কলেজেরই প্রাক্তনী। তাঁদের পাশাপাশি, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেনও। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তাঁকে উদ্দেশ করেই রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেন, “আমি সাংসদকে বলব, বিশ্বকে নেতৃত্ব দেবে ভারত। আর ভারতকে নেতৃত্ব দেবে বাংলা। একজন দৈত্যের মতো জেগে উঠছে বাংলা।’ নয়া রাজ্যপালের মুখে এই মন্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের।
প্রসঙ্গত উল্লেখ্য, জগদীপ ধনখড় যখন রাজ্যপাল ছিলেন, তখন রাজভবনের সঙ্গে নবান্নের সংঘাত চরমে গিয়ে পৌঁছেছিল। যে প্রসঙ্গে রাজ্যপাল পদে শপথ নেওয়ার আগে একান্ত সাক্ষাৎকারে সিভি আনন্দ বোস বলেছিলেন, ‘আমি কোনও সংঘাত চাই না। রাজনৈতিক নেত্রী মমতা নন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করব। মনে হয় না কোনও সংঘাত হবে’।
যদিও সংঘাতের আবহেই হয় নতুন রাজ্যপালের শপথ। গত বুধবার বাংলার রাজ্যপাল হিসেবে শপথ নেন সি ভি আনন্দ বোস। নজিরবিহীনভাবে সেই শপথগ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত থাকেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শপথগ্রহণ অনুষ্ঠানে বসার জন্য আসনবিন্যাস নিয়ে আপত্তি জানান তিনি। দুই দলত্যাগী বিধায়কের পাশে আসন দেওয়াতে ক্ষোভ প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। পরে রাজভবনে গিয়ে দেখা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে।