Calcutta time : “কোর কমিটি, কেন্দ্রীয় কমিটির প্রতি আমার কোনও লোভ নেই। কেবল জনসংযোগ চাই।” এদিন বললেন মিঠুন চক্রবর্তী। এদিন পুরুলিয়ার লুধুড়কা গ্রামের জনসভায় বক্তৃতা দিতে গিয়ে একপ্রস্ত জনসংযোগ সারেন বিজেপি নেতা।

প্রসঙ্গত উল্লেখ্য, মিঠুন চক্রবর্তী একেবারে জনসভার মঞ্চ থেকে সাধারণ মানুষের সমস্যার কথা জানতে চান। বলেন, “আজ আমি কোনও ডায়ালগ দিতে আসিনি, আপনাদের কথা শুনতে এসেছি। আপনাদের যা জিজ্ঞাসা করার আছে, করুন। যার যা মনের দুঃখ-কষ্ট আছে,বলবেন।”

এরপরই জনসভায় উপস্থিত অনেকে মহাগুরুর কাছে পেয়ে আবাস যোজনার ঘর না পাওয়া সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। যদিও এভাবে জনসংযোগ তাঁর পূর্বপরিকল্পিত ছিল না বলে দাবি জানান বিজেপি নেতা। তিনি বলেন, “প্রচার কমিটির সঙ্গে বৈঠক করতে এসেছিলাম। এত লোক হবে ভাবতে পারিনি। কী বলব আগে থেকে কিছু ভাবিনি। মনে হল লোকের সমস্যার কথা শুনি। তাই তাঁদের সমস্যার কথা বলতে বললাম।”

এদিন মিঠুন চক্রবর্তীর মানুষের কাছাকাছি পৌঁছনোর চেষ্টা অবশ্য এটাই প্রথম নয়। রুপোলি পর্দার হিরো হলেও বরাবরই তিনি মাটির কাছাকাছি থাকতে চেয়েছেন। সাধারণ মানুষের জন্য, সমাজের জন্য তিনি বিভিন্ন কাজ করেছেন। তবে বর্তমান রাজ্য-রাজনীতির পরিস্থিতিতে মানুষের পাশে থাকা খুব গুরুত্বপূর্ণ বলেও তাঁর দাবি। এপ্রসঙ্গে নাম না করে রাজ্যের শাসকদলকে কটাক্ষ করে মহাগুরু বলেন, “আমরা মাটিতে থেকে কাজ করতে চাই, হাওয়ায় ভাসতে চাই না।” এদিন সাধারণ মানুষ যেভাবে তাঁদের অভাব-অভিযোগের কথা জানান, অনেকে ছড়ার মধ্য দিয়ে বর্তমান অবস্থার কথা তুলে ধরেন। সেগুলি উপভোগ করেছেন বিজেপি নেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here