Calcutta time : কালী রূপ নিয়ে বিভিন্ন পুরাণে উল্লেখ করা রয়েছে। প্রাচীনকাল থেকে বাংলার বুকে কালী পূজিত হয়ে আসছে। বেশিরভাগ মানুষই শাক্ত মতে কালীপুজো করে থাকেন। সনাতন ধর্মে কালী বা কালিকা হলেন শক্তির দেবী। আলোকসজ্জা ও আতসবাজির উত্‍সবের মধ্যে দিয়ে এই তিথিতে সারারাত কালীর আরাধনায় মেতে থাকেন বাঙালিরা। গোটা পশ্চিমবঙ্গে নানা রূপে দেবী কালীর মন্দির রয়েছে।

এমনই এক কালীর মূর্তি দেখা গেল হুগলী জেলার অন্তর্গত মহানাদ অঞ্চলে। মহানাদ চন্দ্রদিঘি পার্কের কালী পুজা। মাকে দীপাবলির রাতে তন্ত্র মতে, পূজার্চনা করা হয়। পূজা দেখতে দূর দুরান্ত থেকে আগত ভক্তের ঢল চোখে পড়ার মতো। মায়ের পূজার উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট আধিকারিকগণ। মাকে পূজার ভোগে দেওয়া হয় খিচুড়ি, ফল, মিষ্টি।

জানা যায়, মায়ের কাছে কেউ মন থেকে কিছু চাইলে মা কাউকে ফিরিয়ে দেয় না, সকলের মনস্কামনা পূর্ন করেন। দীপাবলীর রাতে তন্ত্র করে সাধকরা যজ্ঞ করে মায়ের পূজা করেন সারারাত। গা ছমছম করা সেই রাতের সাক্ষী থাকেন হাজারো মানুষ। দর্শনার্থীদের বিশ্বাসে, মা পূজার দিন এখানে সত্যিই আসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here