সিরিয়াল হচ্ছে না সার্কাস ? স্পোর্টস ব্রা পড়িয়েছে দেবী কে জি বাংলার উপর ক্ষিপ্ত দর্শক

 

 

এখনকার দিনে সিরিয়ালগুলো যা অবস্থা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ট্রল চড়ের প্রতিনিয়ত, এই কিছুদিন আগে মহালয়া নিয়ে ব্যাপক ট্রল চলল মহালয়া মা দুর্গা এবং অসুরদের নাচানাচি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল বিভিন্ন চ্যানেলের মহিষাসুরমর্দিনী অনুষ্ঠান।

 

আরিভার জি বাংলার একটি সিরিয়াল শিশু ভোলানাথের একটি দৃশ্য নজর কেড়েছেন দের তার মধ্যে অনেকে নানা রকমের কথা লিখেছে এরই মাঝে এক দর্শক লক্ষ করেছেন পর্দায় দেবীকে স্পোর্টস ব্রা পড়ানো হয়েছে তবে তার উপর শাড়ি এবং মুন্ডমালা রয়েছে কাণ্ড দেখে হেসে গড়াগড়ি খাচ্ছে মেডিসিনরা এবং অনেকেই কমেন্ট করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve + nineteen =