calcutta time : বৃষ্টি শুরু হয়ে গেছে ইতিমধ্যে। এখনও দুর্যোগের হাতছানি। আকাশ শরতের নীল থাকার কথা সেই আকাশের পরতে পরতে রয়ে গিয়েছে কালো মেঘ, যা মন খারাপের নামান্তর। যখন দুর্গাপুজোর কেনাকাটার আসল সময় তখন প্রকৃতি দেবীর এই রুক্ষ রূপ নিয়ে রীতিমতো চিন্তিত বাঙালি। এদিকে, করোনা পরিস্থিতিতে দুর্যোগের অভাব নেই সাধারণের জীবনে। একদিকে করোনাকালে স্বাস্থ্য অন্যদিকে অর্থ সমস্ত দিক মিলিয়ে বিপদের ঘনঘটা বর্তমান। এই পরিস্থিতিতে জ্যোতিষমতে দুর্গাপুজোর নবমীতে বেশ কয়েকটি জ্যোতিষ টিপসে বলা হচ্ছে, এইগুলি পালন করলেই কেটে যেতে পারে বহু দিকের বিপদ।
নবমীতে কী কী কিনলে তা শুভ?
নবমীতে বাড়িতে কিনে আনতে পারেন শাঁখ। সন্ধিপুজোর পরের সময়কালে বাড়িতে শাঁখ আনলে তা ভালো ফল দেয় বলে মনে করা হয়। দেবীপক্ষে ঘরে শাঁখ আসা শুভ বিষয়। এতে বাড়িতে সমৃদ্ধি ও সম্পত্তি বৃদ্ধি পায়। এরফলে ধনলাভও হয়। এদিকে, এমন দিনে গোলাপে মধু মাখিয়ে দেবীর চরণে রেখে দিলেও ঘরে আসে সম্পত্তি । হয় নাম যশ।
দেবীর চরণে নবমীতে কী অর্পণ করা উচিত?
নবমীতে দেবী দুর্গার চরণে একটি রুদ্রাক্ষ অর্পণের পরামর্শ দিচ্ছেন বহু জ্যোতিষশাস্ত্রবিদ। এই রুদ্রাক্ষ অর্পণ করলে মায়ের আশীর্বাদে সংসারে শান্তি বিরাজ করে বলে জানা যায়। তবে সব রুদ্রাক্ষ দেওয়া যাবে না, নয়টি মুখের রুদ্রাক্ষ দেবীকে নবমীতে দেওয়া যেতে পারে। এছাড়াও নবমীর পুজোর সময় যে হোম হয়, তার ছাই একটি ঘটে করে এনে ঘরে রাখলেও তা ঘরে সমৃ
অঞ্জলিতে কী দিলে মেলে ভালো ফল?
বলা হচ্ছে, দুর্গাপুজোতে অঞ্চলিতে নবমীর দিন একটি অপরাজিতা ফুল রাখা ভালো। এই ফুল মায়ের চরণে অর্পণ করলে তা ভালো ফল দেয়। এছাড়াও নবমীর অঞ্জলিতে যদি পদ্মফুল দেওয়া হয়, তাহলে আসে ভালো ফল। এছাড়াও বলা হচ্ছে, মায়ের পায়ের কাছে পড়া কোনও পদ্মফুল যদি নবমীতে বাড়িতে এনে রাখেন, তাহলে মিলতে পারে সুফল। ফলে নবমীতে অবশ্যই অ
দেবীকে ১০৮ বেলপাতা অর্পণ –
নবমীতে দেবীকে ১০৮ টি বেলপাতা অর্পণ করার বার্তা দিয়েছেন জ্যোতিষবিদরা। দুর্গাপুজোয় মাকে পদ্ম অর্পণ করা খুবই শুভ বলে মনে করা হয়। এছাড়াও নবমীর দিন মায়ের পায়ে হলুদ সুতো ছুঁইয়ে তা হাতে বাঁধলে তা খুবই ভালো ফল দেয়। এছাড়াও বলা হচ্ছে দেবীপক্ষ চলাকালীন কালো কাপড়ে বেঁধে কিছু ফটকিরি বালিশের নিচে রাখলে তা ভালো ফল দেয়।