Calcutta time  :  ইতিমধ্যে বঙ্গের শিক্ষা দফতরের বিরুদ্ধে সামনে এসেছে একের পর এক অভিযোগ। এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে স্কুল বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সেই সব ইস্যুতে মঙ্গলবার মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সম্প্রতি আদালতের নির্দেশে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, সেই প্রসঙ্গে ব্রাত্য জানিয়েছেন, আর কোনও নিয়োগ বাকি থাকবে না। অন্যদিকে, যে স্কুলগুলি বন্ধ হয়ে যাচ্ছে, সেগুলির জন্য রাজ্য সরকার নতুন পলিসি আনছে বলেও জানিয়েছেন তিনি।

শূন্যপদে নিয়োগ –

আজ অর্থাৎ মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে ব্রাত্য বসু বলেন, “৬ বছর পর আদালতের নির্দেশে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। একটা নিয়ম তৈরি হচ্ছে।” সব জায়গার শূন্যপদ অনুসারে নিয়োগ করা হবে বলে দাবি করেছেন তিনি, তৈরি হচ্ছে সেই তালিকাও। কোনো ক্ষেত্রে আর নিয়োগ বাকি থাকবে না বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি জানান, কলা, বিজ্ঞান বা বাণিজ্য বিভাগ, সব ক্ষেত্রে কোথায় কত শূন্যপদ আছে, তার তালিকা চাওয়া হয়েছে স্কুলের কাছে।

বন্ধ স্কুলের জন্য নয়া পলিসি –

এদিন শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, বন্ধ স্কুলগুলো খোলার জন্য সরকার নতুন করে পলিসি আনবে। তিনি জানান,বিভিন্ন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠছে। সে ব্যাপারে সমীক্ষা করছে সরকার। কী কারণে বন্ধ হচ্ছে, তা জানার চেষ্টা চলছে।

বেশিরভাগ ক্ষেত্রে ছাত্র সংখ্যা কম থাকার জন্য স্কুল বন্ধ হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। পরে বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রাত্য জানান, যে সব স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেই সব স্কুল সম্পর্কে রিপোর্ট চাওয়া হয়েছে জেলাশাসকদের থেকে। জেলাশাসক ও বিধায়কদের কাছ থেকে রিপোর্ট এলে তা মুখ্যমন্ত্রীকে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here