Calcutta time  :  পথের কুকুর কাউকে কামড়ালে, তাকে নিয়মিত যারা খেতে দেন তারা এবার থেকে দায়ী হবেন। এবার এমনটাই প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট। সেই সাথে শীর্ষ আদালত আরও জানাল, ওই পথকুকুরদের টিকাকরণের দায়িত্বও তাঁদেরই নিতে হবে যারা নিয়মিত তাদের খেতে দেন ও দেখাশুনা করেন।

উল্লেখ্য, কেরল ও মহারাষ্ট্র-সহ ভারতের বিভিন্ন রাজ্যে পাগল হয়ে যাওয়া কুকুরদের মেরে ফেলার নির্দেশ দেয় স্থানীয় পুরসভা। এই নির্দেশ সংক্রান্ত একটি মামলার শুনানিতে শুক্রবার এই প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, জন নিরাপত্তা ও পশু অধিকারের মধ্যে একটা সমতা বজায় রেখেই চলতে হবে। সঞ্জীব খান্না ও জে কে মাহেশ্বরীর ডিভিশন এদিনের শুনানিতে এই বিষয়টিতেই জোর দিয়েছে।

এদিন বিচারপতি খান্নার কথায়, “আমরা অধিকাংশই কুকুরপ্রেমী। আমিও কুকুরদের খেতে দিই। একটা কথা আমার মনে এল। কুকুরদের দেখভাল যারা করতে চান তারা করুন। কিন্তু প্রত্যেককে চিহ্নিত করতে হবে। তা বলে আমি চিপের মাধ্যমে চিহ্নিত করার কথা বলছি না। ওই পদ্ধতিতে আমার সায় নেই।” আগামী ২৮শে সেপ্টেম্বর এই বিষয়ে আবার শুনানি রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here