Calcutta time  :  আপনি কি জানেন? অত্যধিক সূর্যের রশ্মির প্রভাব পড়ে আমাদের ঠোঁটে। রোদের কারণে ঠোঁট কালো হয়ে যায়।

এছাড়াও মারাত্মক পরিমাণে ধূমপান করলেও তার ক্ষতিকর প্রভাবে ঠোঁট কালো হয়ে যায়। কী করলে ঠোঁটের কালচে ভাব কেটে গিয়ে ঠোঁট আবার নিজের রঙ ফিরে পাবেন?

টমেটো  – আমাদের শরীর থেকে দূষিত পদার্থ বের করতে সাহায্য করে। টমেটোর উপকারিতা অনেক। প্রত্যেকদিন ঠোঁটে টমেটোর রস লাগান। উপকার পাবেন। ধীরে ধীরে কালো ভাব কেটে যাবে

মধু – ঠোঁটের কালো দাগ দূর করতে প্রত্যেকদিন ঠোঁটে কিছুক্ষণ মধু লাগিয়ে রাখুন। ঠোঁট নরমও থাকবে আর কালচে ভাবও দূর হয়ে যাবে।

লেবু – ত্বকের যেকোনও কালো দাগ দূর করতে লেবুর রসের জুড়ি মেলা ভার। ঠোঁটের কালো ভাব দূর করতে লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে ঠোঁটে ঘষতে থাকুন। যতক্ষণ না চিনি গলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ঘষতে থাকুন। এতে ঠোঁটের মরা কোষ উঠে যাবে এবং ঠোঁট উজ্জ্বল থাকবে।

দুধ ও টক দই – প্রত্যেকদিন দুধ বা টক দই তুলোয় করে ঠোঁটে লাগান। ঠোঁটের কালচে ভাব কেটে গিয়ে ঠোঁট ক্রমশ উজ্জ্বল হয়ে উঠবে।

পাতিলেবুর রসের সঙ্গে চিনি বা মধু বা গ্লিসারিন যে কোনও কিছু মিশিয়েই ঠোঁটে ব্যবহার করতে পারেন।

তবে এর সাথে প্রচুর পরিমাণে জল খেতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × four =