Calcutta time : উপহার দিতে এবং নিতে সবারই ভালো লাগে। কিন্তু এই উপহার দেওয়ার সময় অবশ্যই আপনাকে বাস্তুকে মেনে দিতে হবে। না হলেই কিন্তু আপনার পরিবারে নেমে আসবে অমঙ্গলে ছায়া। কেমন কেমন উপহার দিলে আপনার জীবন ভালো হবে এক নজরে দেখে নিন –
১) কখনও কাউকে ঘড়ি উপহার দেবেন না। বাস্তবে ঘড়ি উপহার দেওয়া খুব ভালো নয়। তাই যদি উপহার দিতে হয় তাহলে ঘড়ি বাদ দিয়ে অন্য কিছু উপহার দিন।
২) পেশার সঙ্গে যুক্ত কোন কিছু আপনি কাউকে উপহার হিসেবে দেবেন না। সে যে পেশার সঙ্গে যুক্ত আছে এই সম্পর্কিত উপহার যদি আপনি দেন তাহলে বাস্ত মতে, সেটি তার জন্য অত্যন্ত খারাপ খবর নিয়ে আসতে পারে।
৩) আমরা অনেক সময় উপহার হিসেবে দেবতার মূর্তি দান করি। দেবতার মূর্তি দান করা একেবারেই উচিত নয়।
৪) পারফিউম যতই আপনার পছন্দের জিনিস হোক না কেন। আপনি কি জানেন কাউকে কখনো পারফিউম উপহার হিসেবে দিতে নেই। যদি না জানেন তাহলে আজ থেকেই কিন্তু পারফিউম গিফট করা বন্ধ করতে হবে।
৫) কখনো কাউকে রুমাল উপহার হিসেবে দেবেন না। কারণ রুমাল আপনি যদি উপহার হিসেবে দেন তাহলে কিন্তু আপনার জীবনে অনেক সমস্যাই দেখা দিতে পারে।