Calcutta time : অনেকবার তলব করা পরেও হাজিরা এড়িয়েছেন বীরভূমের তৃণমূল সভাপতি। গরুপাচার মামলায় সেটি তুলে ধরেছে সিবিআই। আদালতে এবার গোয়েন্দাদের অসন্তোষের দূর করতে উদ্যোগী হলেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। এবার অসুস্থতার কারণ দেখিয়ে অনুব্রতর জামিনের আবেদন করেন তিনি। এরপর জানান, প্রয়োজনে নিজাম প্যালেসের পাশেই বাড়ি ভাড়া নিয়ে থাকবেন তাঁর মক্কেল।
তবে, ফের সেই জামিনের আর্জি খারিজ অনুব্রতর, ১৪ দিনের জেল হেফাজত। আজ অর্থাৎ বুধবার ফের আসানসোল বিশেষ সিবিআই আদালতে তোলা হয় অনুব্রতকে। সেখানে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আর্জি জানান অনুব্রতর আইনজীবী। এজলাসে রাখা হয় অক্সিজেন সিলিন্ডার। কিন্তু অনুব্রতর জামিনের তীব্র বিরোধিতা করে সিবিআই-র আইনজীবী। গরুপাচার মামলায় বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেন। আরও ১৪ দিন তাঁকে হেফাজতে রাখার আর্জি জানান।
এদিন অনুব্রতর আইনজীবী বলেন, “মক্কেলের বয়স ৬৫, সিওপিডি সহ অনেক শারীরিক সমস্যা। প্রয়োজনে নিজাম প্যালেসের পাশেই বাড়ি ভাড়া নিয়ে থাকবেন। বীরভূমের ত্রিসীমানায় ঢুকবেন না। ওঁকে শর্তাধীন জামিন দেওয়া হোক।” জামিন না হলে ৪৮ ঘণ্টা পর পর স্বাস্থ্যপরীক্ষার কথাও বলা হয়।
তাতে যদিও সুবিধা হয়নি। একবার ফের অনুব্রতর জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে আদালতে। তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। আগামী ৭ই সেপ্টেম্বর অনুব্রতকে ফের পেশ করার নির্দেশ দিয়েছে আদালত।
উল্লেখ্য, সিবিআই-এর আইনজীবী আরও বলেন, “এটা ন্যাশনাল ক্রাইম, ছোটখাটো ক্রাইম নয়। পাচারের জন্য ট্রাকে গরু নিয়ে যাওয়া হত। প্রচুর টাকা নিয়েছেন, মেয়ে ও আত্মীয়দের নামে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন। অনুব্রত প্রভাবশালী, কোনও সহযোগিতা করেননি, নোটিস উপেক্ষা করেছেন। হেফাজতের ১৪ দিনেও কোনও সহযোগিতা করেননি। ডাক্তারকে ভুয়ো সার্টিফিকেট দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে। “